× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে রাজনৈতিক সংকটে বিপদে বিশ্বসেরা সব পোশাক ব্র্যান্ড

ডেস্ক রিপোর্ট

০৭ আগস্ট ২০২৪, ১৯:০৬ পিএম । আপডেটঃ ০৭ আগস্ট ২০২৪, ১৯:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে তৈরি পোশাক রপ্তানি শিল্পে। বেশ কিছুদিন দেশের গার্মেন্টসগুলো বন্ধ থাকায় সংকটে পড়েছে বিশ্বসেরা সব ব্র্যান্ড। এর মধ্যে আছে এইচ এন্ড এম, জারা ইত্যাদি। কয়েকদিন পর পশ্চিমা দেশগুলোয় শুরু হবে বিভিন্ন উৎসব ও ছুটির মৌসুম। এ সময় বাংলাদেশের পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হলে বড় ব্র্যান্ডগুলোর ব্যাবসায় ব্যাপক প্রভাব পড়বে।

জুলাই থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। দেশের আপামর ছাত-জনতার তুমুল আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। তবে হাসিনার পতন চাওয়া বিক্ষোভকারীদের ব্যাপক হামলা ও ধরপাকড়ে কয়েকশ মানুষ নিহত হন।

এমন পরিস্থিতিতে দেশের সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। বাংলাদেশের পোশাক উৎপাদন এবং রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, পণ্য রপ্তানি করে বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক অর্থ আয় করে তার ৮৩ শতাংশই তৈরি পোশাক শিল্প থেকে আসে।

গত বছর চীন ও ইউরোপীয় ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। ২০২৩ সালে ৩৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছিল ঢাকা।

বার্তাসংস্থা রয়টার্স বুধবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের প্রায় সব বড় তৈরি পোশাক প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি করে থাকে। সোমবার যখন দেশে ব্যাপক উত্তেজনা দেখা দেয় তখন অনেক প্রতিষ্ঠানই তাদের উদ্বিগ্নতার কথা জানায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.