× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচ হাজার জনকে স্বাস্থ্যকার্ড দিল বদরুল আলম লাবু ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই ২০২৪, ২০:১০ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে নিয়মিত শুক্র ও শনি বার  ফ্রি মেডিকেল ক্যাম্পেরই ধারাবাহিকতায় এবার ৫০০০  স্বাস্থ্যসেবা কার্ড নিয়ে সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন বদরুল আলম লাবু ফাউন্ডেশন।

সোমবার আলমবাগ অনির্বাণ ক্লাব সংলগ্ন এলাকায় স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বদরুল আলম লাবু।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সকল কর্মকর্তা সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাস্থ্যকার্ড বিতরণ করে বদরুল আলম লাবু বলেন, পারিবারিক ধারাবাহিকতায়  আমরা সমাজের জন্য কাজ করে যাচ্ছি ।  এলাকার মানুষের জন্য আমাদের দায়িত্ব আছে। তাই ৫০০০ মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্ড নিয়ে এসেছি এই স্বাস্থ্য সেবা কার্ডের মাধ্যমে কার্ডধারীরা ফ্রি চিকিৎসা সেবা ও পরীক্ষা-নিরীক্ষা ওষুধ পাবেন এবং প্রতিনিয়ত ৫৪নং ওয়ার্ডে মশা নিধনের জন্য প্রতি বাড়িতে বাড়িতে ড্রেনে পানি জমাট বাধা স্থানে মশার ওষুধ দিয়ে যাচ্ছি তাই যার যার অবস্থান অনুযায়ী সমাজের জন্য, দেশের জন্য আমাদেররকে কাজ করে যেতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন আব্বাস দেওয়ান. মো. চান মিয়া, তোফায়েল আহমেদ, মোহাম্মদ সিরাজ ঢালী, এসএম সোহেল, সালে আহমেদ চৌধুরী, শাহ আলম, মাহবুব আলম, সিরাজ তালুকদার, বাবু খান, ওমর ফারুক। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.