অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের অংশগ্রহণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে ২১ মে অর্থ বিভাগের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী (শোকেসিং) ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনী অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংকের ইনোভেশন টিম কর্তৃক প্রদর্শিত ‘ভয়েজ ইউজার ইন্টারফেজ’ উদ্যোগটি রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ ২০২৩-২০২৪ খেতাবে ভূষিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান, এফসিএমএ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ জামিনুর রহমান এবং অন্যান্য দপ্তর সংস্থার প্রধানসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সচিব মহোদয় মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চীফ ইনোভেশন অফিসার মফিজ উদ্দিন আহমেদ।