বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রাণঘাতী মহামারি করোনার কারণে বৈশ্বিক বাজারে মেডিকেল ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (এমপিপিই) চাহিদা বেড়ে ২০২১ সালে দাঁড়িয়েছে ৫৯৫ বিলিয়ন মার্কিন ডলার। আগামীতে করোনার প্রভাব কমলেও বিশ্ব বাজারে এর যথেষ্ট চাহিদা থাকবে। এ পরিস্থিতিতে এমপিপিইকে বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় রফতানি পণ্য হিসেবে সরকার বিবেচনা করছে।
সোমবার সরকারি-বেসরকারি সংলাপের প্ল্যাটফর্ম বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) আয়োজিত ‘প্রবৃদ্ধির সুযোগ সম্প্রসারণ: মেডিকেল ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (এমপিপিই) উৎপাদন ও রফতানি’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডেলয়েট এর সহযোগিতায় বিল্ড ওয়েবিনারের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
ওয়েবিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিল্ড চেয়ারপার্সন আবুল কাসেম খান, রফতানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, আইএফসির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর নুজহাত আনোয়ার প্রমুখ।