× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৪, ১৬:২৩ পিএম

ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ৪৭ জন কৃষকের মাঝে সম্প্রতি প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। 

এ উপলক্ষে ফেনীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্র্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. আবদুল আহাদ, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক মো. একরাম উদ্দিন।

মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনের হেড ও এসভিপি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান। কৃষি ঋণ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের সিনিয়র যুগ্ম পরিচালক ও রিসোর্স পারসন জোবায়দুল ইসলাম। অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনের বিভিন্ন শাখাপ্রধানগণ, ক্রেডিট ইনচার্জগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.