মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ১০টি পাওয়ার টিলার অনুদান দিয়েছে।
গতকাল রোববার মার্কেন্টাইল ব্যাংকের এ অনুদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তা পরিচালক মোঃ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন কৃষক প্রতিনিধির কাছে ১০টি পাওয়ার টিলার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার। মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা নোয়াখালী রিজিওনাল হেড ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ফরিদগঞ্জ শাখা প্রধান মুরাদ হোসেন চৌধুরী। এসময় ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সেক্রেটারিসহ মার্কেন্টাইল ব্যাংকের চাঁদপুর অঞ্চলের বিভিন্ন শাখার প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।