প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর মাধবদী বাবুরহাট। বৃহত্তর শিল্প শহর মাধবদীতে অবস্থিত ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন এর নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৫ই মার্চ শনিবার। এ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে সাদাকালো পোস্টারে ছেয়ে গেছে মাধবদী শহরের অলিগলি।
নির্বাচন সূত্র জানায়, প্রতি বছরের ন্যায় এবারও এ নির্বাচনে ৪টি জোন করা হয়েছে। এর মাঝে ১নং জোনে ১৭ জন, ২নং জোনে ৪জন, ৩নং জোনে ২জন ও ৪নং জোনে ২জন মোট- ২৫জন প্রার্থী এ নির্বাচনে অংশ নিয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ ভোটে ১নং জোনে ১১ জন, ২নং জোনে ২জন, ৩নং জোনে ১জন, ৪নং জোনে ১ মোট-১৫ প্রার্থী নির্বাচিত হবেন। নির্বাচিত প্রার্থীদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
নির্বাচনি এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লিফলেট হাতে ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। আগামী ৫ই মার্চ শনিবার ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত হয়ে সুখে-দুখে পাশে থেকে সব ধরনের সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। মঙ্গলবার দুপুরে প্রার্থীদের পাশাপাশি ব্যবসায়ীদের কাছে ভোট চাইতে দেখা গেছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মো: আলী হোসেন শিশির, নরসিংদী চেম্বারের পরিচালক আল-আমিন রহমান সহ অন্যান্য পরিচালকবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীদের।
এ নির্বাচনে ভোটাররা জানিয়েছেন, প্রতি বছরই পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করা হয়। একজন ভোটার মোট ১১জন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। পূর্বের ন্যায় এবাও বিজয়ী প্রার্থীরা ব্যবসায়ীদে মঙ্গলে এগিয়ে আসবের বলে জানান তারা।
তালা-চাবি মার্কা নিয়ে ১নং জোনের প্রার্থী, আনোয়ার হোসেন (সাবেক কমিশার) বলেন, ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত হতে পারলে তাদের সুখে-দুখে পাশে থাকাবো। মাধবদী বাজারের ব্যবসায়ীদের পরিচয় নিশ্চিত করতে প্রতি সস্যদের স্মার্ট কার্ড করে দেয়ার পরিকল্পনা রয়েছে। সেইসাথে সকল ব্যবসায়ীদের নিয়ে বাৎসরিক ভ্রমন, মাসিক এজিএম সহ বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ব হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
দোয়াত কলম প্রতীক নিয়ে ১নং জোনের প্রার্থী মনিরুজ্জামন ভূইয়া জানান, দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার বাবুরহাটকে ঘিরে মাধবদী ও আশপাশ এলাকায় গড়ে উঠেছে ছোট-বড়-মাঝারি মিলিয়ে কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান। এ শহরে রয়েছে ৪০টির বেশি ব্যাংক। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য নির্ভর শহর হিসেবেই মাধবদী পরিচিত। 'ব্যবসায়ীদের প্রাণের সংগঠনে আমি তিনবার নির্বাচিত হয়েছি।' সব সময় ব্যবসায়ীদের স্বার্থে কথা বলেছি। আশাকরি আমাকে এবারের নির্বাচনেও মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিবে।
এছাড়া ছাতা প্রতীকের নিয়ে ১ নং জোনের প্রার্থী কাজী ইকবাল কবির, হারিকেন প্রতীক নিয়ে গাজী শফিকুল ইসলাম ও বাল্ব প্রতীক নিয়ে ২ নং জোনের প্রার্থী আব্দুল কুদ্দুস মিয়া সহ আরও একাধিক প্রার্থী জানান, সম্মানিত ভোটারতের ভোটে নির্বাচিত হলে তাদের পাশে থেকে সেবায় নিযোজিত থাকবেন। সেই সাথে তাদের প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।
মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনে নির্বাচন কমিটির আহ্বায়ক মো. হারুনূর রশীদ শাহ ফকির জানান, এবার করোনা সংকটের ফলে নির্বাচন দুই বছর পিছিয়ে আগামী ৫ই মার্চ ২০২২ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন মাধবদী গালর্স স্কুল এন্ড কলেজে কক্ষে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ৪জন নারী ব্যবসায়ী সহ ২১৩৫ জন ব্যবসায়ী ৪টি জোনে ভোট প্রয়োগ করবেন। এতে বিজয়ী প্রার্থীরা আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন শপথ গ্রহণ পর্যন্ত বদ্ধ প্রতিকর আমরা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh