× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্ট্যান্ডার্ড ব্যাংক ও গ্রিন লাইফ হাসপাতালের সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২৪, ১৭:৪২ পিএম

শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক এবং গ্রিন লাইফ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল ডেবিট ও ইনভেস্টমেন্ট (ক্রেডিট) কার্ডহোল্ডারগণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারবর্গ দেশের স্বনামধন্য গ্রিন লাইফ হাসপাতালে সকল স্বাস্থ্য পরীক্ষা এবং কেবিন ও বিশেষ মূল্যছাড় পাবেন। 

গত ২৪ জানুয়ারি ঢাকায় গ্রিন লাইফ হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান এবং গ্রিন লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মইনুল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান; ইভিপি ও সিএফও মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ; ইভিপি ও হেড অব এলএমডি মোঃ ফরহাদ হোসেন এবং গ্রিন লাইফ হাসপাতালের এজিএম মোঃ সোরহাব আলী; ম্যানেজার এমএস নুরুন নাহার ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার মোঃ ইকরাম হোসেন  উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.