× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তামহা সিকিউরিটিজের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

১০ ডিসেম্বর ২০২১, ০৮:৫৬ এএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আরও একটি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্রোকারেজ হাউসটির নাম তামহা সিকিউরিটিজ। বিনিয়োগকারীদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ব্রোকারেজ হাউসটির লেনদেন কার্যক্রম গত ২৯ নভেম্বর থেকে স্থগিত রেখেছে ডিএসই। গতকাল বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, এ নিয়ে গত দেড় বছরে ডিএসইর সদস্যভুক্ত তিনটি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানগুলো হলো তামহা সিকিউরিটিজ, বানকো সিকিউরিটিজ ও ক্রেস্ট সিকিউরিটিজ। তিনটি প্রতিষ্ঠানেরই লেনদেন বর্তমানে বন্ধ রয়েছে। গত দেড় বছরে পরপর তিনটি ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনা ঘটায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.