× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোখার আঘাতে ভেঙে পড়েছে সেন্টমার্টিনের দুর্বল স্থাপনা

নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২৩, ০৮:৫৪ এএম

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান আজ রোববার সন্ধ্যার এক ব্রিফিংয়ে এ কথা জানান। মোখার প্রভাবে আগামীকাল সোমবার সারা দেশে বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। ফলে টিনের চালাসহ দুর্বল স্থাপনাগুলো ভেঙে পড়ছে। আবহাওয়া অধিদপ্তর এর আগে বেলা একটায় জানিয়েছিল, বেলা তিনটা নাগাদ মোখার কেন্দ্র উপকূল অতিক্রম করবে। ব্রিফিংয়ে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে কক্সবাজার ও টেকনাফে। সেন্ট মার্টিনে এখনো তাণ্ডব চলছে। সেখানে বেলা একটার সময় ছিল বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার, আড়াইটায় তা বেড়ে ১৪৭ কিলোমিটারে পৌঁছে। এখনো তা বয়ে যাচ্ছে। ব্রিফিংয়ে বলা হয়, সেন্ট মার্টিনের প্রায় ৫০ কিলোমিটার দূর দিয়ে মোখা অতিক্রম করেছে। তবে এর ৫০ শতাংশের বেশি অংশ মিয়ানমারের ওপর দিয়ে গেছে। সেন্ট মার্টিনে ৫০ শতাংশ বা তার বেশি অংশ এলে তার বড় ধরনের প্রভাব কক্সবাজার পর্যন্ত থাকত। উপপরিচালক আসাদুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র চলে যাওয়া মানেই ঝড় শেষ নয়। এর শেষ ভাগ যেতেও সময় লাগবে। মোখার শেষ ভাগ সেন্ট মার্টিন অতিক্রম করতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগবে। এরপর তা শিথিল হয়ে যাবে।

সেন্ট মার্টিনে জলোচ্ছ্বাস ও ক্ষয়ক্ষতির চিত্র এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন আসাদুর রহমান। তিনি বলেন, সেখানে আবহাওয়া অফিসের তিন তলা ভবন কাঁপছে। আশপাশের টিনের চালা, দুর্বল স্থাপনা ভেঙে পড়ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.