× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোহনপুর পর্যটন লিমিটেড

র‌্যাফল ড্র’র লটারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

তুহিন ফয়েজ, মতলব ( চাঁদপুর) প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬ এএম

সামাজিক দুরত্ব বজায়রেখে  ও স্বাস্থ্যবিধি মেনে মোহনপুর পর্যটন লিঃ এর রেফল ড্র ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৷ শুক্রবার দ্যা শিপইনএ এই র‌্যাফল -ড্র অনুষ্ঠান উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী 'লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান ৷

কাজী মিজানুর রহমান  র‌্যাফল ড্র'র অনুষ্ঠানে বলেন, আমি মুনাফার জন্য পর্যটন শিল্প করি নাই ৷ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি দেশের বেকারত্ব দূর করার জন্য বেকারদের কর্মসংস্থান সৃস্টির লক্ষে এবং সর্বস্তরের মানুষের বিনোদনের জন্যই আমি এই  মোহনপুর পর্যটন শিল্প গড়ে তুলেছি ৷ তিনি আরও বলেন,পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য আগামীতেও র‌্যাফল ড্র'র অনুষ্ঠান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ৷

মোহনপুর পর্যটন লিঃ এর র‌্যাফল ড্র অনুষ্ঠানের লটারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার আয়োজিত বিজয়ীদের মাঝে পুরষ্কার ঘোষণা করেন

অনুষ্ঠান পরিচালনা করেন বিলডেক্স মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মোহনপুর পর্যটন লিমিটেডের সিইও কাজী আবু জাফর ৷ এ সময় উপস্থিত ছিলেন, মোহনপুর পর্যটন লিঃ এর চেয়ারম্যান  মোঃ ওহিদুজ্জামান মিলন, পরিচালক কাজী মাহবুবুর রহমান ও কাজী হাবিবুর রহমান,পর্যটনের জেনারেল ম্যানাজার কাজী মো. জাকির হোসেন, দ্যা শিপ ইন  রেস্টুরেন্ট এর ম্যানেজার রক্তিম সরকার, সিকিউরিটি ইনচার্জ মো. জহিরুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন,পর্যটনের সকল কর্মকর্তাসহ আগত দর্শনার্থীরা ৷

র‌্যাফল ড্রতে প্রথম পুরষ্কার পান ১জন  ১টি আইফোন ১৩, টিকেট নং- ৯৮৬৮৪, দিতীয় পুরষ্কার পান ১জন, ১টি নিউব্র্যান্ডের ল্যাপটপ টিকেট নং- ১০৫২২০,তৃতীয় পুরষ্কার পান ১জন, ১টি টেপ, টিকেট নং- ৯৭৬০২, চতুর্থ পুরুস্কার পান ৭জন  ডিনার প্যাকেজ ৷ টিকেট নং- যথাক্রমে- ১০৫৯৯৫, ৮৫৬০২,
১১২১৩৬, ৬৭০২৩, ৬৮০৮৬, ৯৪৪৭৮,৮১৬৫২ ৷

প্রথম পুরষ্কার আইফোন -১৩, প্রাপ্ত  বিজয়ী মুনিয়া বলেন, আমি মোহনপুর পর্যটনে গুরতে এসেছিলাম পর্যটনের পরিবেশ ও তার সুন্দর্য দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল ৷ আজ যখন রেফল ড্র‘র প্রথম পুরষ্কার আইফোন- ১৩, পেয়েছি আমি অনেক আনন্দিত হয়েছি ৷ কখনও ভাবেনি আমি রেফল ড্রতে এতো দামি পুরষ্কার পাব ৷ আমি মোহনপুর পর্যটনের প্রতিষ্ঠাতা, শিল্পপতি ও সমাজসেবক কাজী মিজানুর রহমানকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ৷

দিতীয় পুরষ্কার ল্যাপটপ প্রাপ্ত বিজয়ী  মোঃ রাফি বলেন, আমি চাঁদপুর থেকে মোহনপুর পর্যটনে এসেছিলাম ৷ পর্যটনে এসে মনে হয়েছিল কক্সবাজার সমুদ্রসৈকতে এসেছি আমাদের কাছে খুবই ভালো লাগছিল ৷ আজ র‌্যাফল ড্রতে দিতীয় পুরষ্কার ল্যাপটপ পেয়ে আমি খুবই আনন্দিত ৷ আমি মোহনপুর পর্যটন লিঃ এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র করার জন্য ৷

এছাড়া তৃতীয় পুরষ্কার একটি গ্লাক্সি টেপ প্রাপ্ত বিজয়ী মাকসুদা আক্তারের পক্ষে তার ভাই মোঃ জসিম উদ্দিনসহ চতুর্থ বিজয়ীরাও ধন্যবাদ জানান মোহনপুর পর্যটন লিঃ এর প্রতিষ্ঠাতা কাজী মিজানুর রহমানকে ৷

২৪ জানুয়ারি ২০২১ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরের মোহনপুর মৌজায়  ৬০ একর জমিতে দেশের এক মাত্র মিঠা পানির বিচ মোহনপুর পর্যটন লিঃ প্রতিষ্ঠা করেন কাজী মিজানুর রহমান ৷ পর্যটনে রয়েছে ফাইভ স্টারমানের কটেজ,দ্যা শিপইন,রেষ্টুরেন্ট, থিমপার্ক,জলে ও স্থলে বিভিন্ন রাইড, বিচ বেট, সুইমিংপুল,৫৬ প্রকার ফুলগাছ সহ দেশি- বিদেশী কয়েক'শ প্রকার গাছ,ঝাউবন,খেজুর বাগান,অত্যাধনিক মার্কেট,পিকনিক স্পোটসহ রয়েছে সব ধরণের নতুনত্ব ৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.