× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুনাফা নয় কর্মসংস্থান সৃষ্টি

দেশের উন্নয়নে অবদান রাখাই আমার মূল লক্ষ্য: কাজী মিজানুর রহমান

তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২২, ০৬:২০ এএম

কাজী মিজানুর রহমান বলেছেন, মুনাফার জন্য নয় কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার লক্ষেই পর্যটন শিল্প গড়ে তুলেছি। শুক্রবার দেশের একমাত্র মিঠা পানির বিচ মোহনপুর পর্যটন লিঃ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী 'লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান এসব কথা বলেন ৷

তিনি বলেন, সরকারের একার পক্ষে দেশের বেকারত্ব দুরকরে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া সম্ভব নয় ৷ তাই আমাদের মতো যারা বৃত্তশালী আছেন তাদের উচিত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা। এর মাধ্যমে বেকারত্ব দূর করে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার সরকারকে সহায়তা করা ৷ এসময় পর্যটনের কর্মকর্তা-কর্মচারীগণের উদ্দেশ্যে তিনি বলেন,পর্যটন শিল্পকে বিশ্বব্যাপী তুলে ধরা গেলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে গড়ে উঠবে মোহনপুর পর্যটন লিঃ ৷

তিনি বলেন, বিশ্বের কয়েকটি দেশ একমাত্র পর্যটনকে অবলম্বন করেই সমৃদ্ধির শিখরে আরোহণ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এ সম্ভাবনা আরো উজ্জ্বল। আমারা পর্যটন শিল্পের বিকাশ ঠিকমতো ও পরিকল্পিতভাবে করতে পারলে সুইজারল্যান্ড,পাতোয়া, ব্যাংকক-এর মতো ট্যুরিজম  মোহনপুর পর্যটনেও  গড়ে উঠা সম্ভব ৷ এজন্য মোহনপুর পর্যটনে আপনারা যারা কর্মরত আছেন  পর্যটনে আসা সকল পর্যটকদের  সাথে ভালো ব্যবহারের মাধ্যমে আন্তরিকতার সাথে যার যার দায়িত্ব পালন করবেন ৷ আপনাদের আচার- আচরনে যাতে কেউ বিন্দু মাত্রও কষ্ঠ না পায় সেদেখে খেয়াল রাখবেন ৷ আপনাদের মনে রাখতে হবে আমি সরকারের পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সৃস্টির মাধ্যমে বেকারত্ব দূরকরে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার লক্ষেই এই পর্যটন শিল্প গড়ে তুলে প্রধানমন্ত্রী জননেত্রী শে খহাসিনার সরকারকে সহায়তা করার চেষ্টা করছি ৷ এই পর্যটনে শতাধিক লোক কর্মরত আছে এর সাথে কয়েক হাজার লেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং এই পর্যটনে আরো ২ হাজার লোকের কর্মসংস্থান সৃস্টি করবো ইনশাল্লাহ ৷

তিনি আরও বলেন, পর্যটনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগণের জীবন মান উন্নয়নে আমার সর্বাত্বক সহযোগীতা থাকবে ৷ আপনাদের আন্তরিকতা,আপনাদের ভালোবাসা ও সঠিকভাবে আপনাদের যারযার দায়িত্ব  পালনের মাধ্যমে মোহনপুর পর্যটনকে সারা বিশ্বের দরবারে দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষে আপনারা কাজ করে যাবেন ৷ আলোচনা শেষে  আগামী ৪ ফেব্রুয়ারী শুক্রবার রেফল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করার  ঘোষণা দেন কাজী মিজানুর রহমান ৷

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দ্যা শিপইন-এ যৌথভাবে বর্নাঢ্য এ আয়োজন করেন পর্যটনের জেনারেল ম্যানেজার কাজী মো. জাকির হোসেন, দ্যা শিপ ইন রেস্টুরেন্টের ম্যানেজার রত্তিম সরকার ও  সিকিউরিটি ইনচার্জ মো. জহিরুল ইসলাম।

কেককাটা ও আলোচনার পূর্বে পর্যটনের সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান ,সিইউ কাজী আবু জাপর ও পরিচালক কাজী হাবিবুর রহমানকে ফুলেল শুভোচ্ছা জানান  পর্যটনের জেনারেল ম্যানাজার কাজী মো. জাকির হোসেন,দ্যা শিপ ইন  রেষ্টুরেন্টের ম্যানাজার রত্তিম সরকার ও  সিকিউরিটি ইনচার্জ মো. জহিরুল ইসলাম ৷

এ সময় উপস্থিত ছিলেন বিলডেক্স মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মোহনপুর পর্যটন লিমিটেডের সিইও কাজী আবু জাফর, সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক, মোহনপুর পর্যটন লিঃ এর পরিচালক ও মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, মতলব উত্তর উপজেলা আওয়ামীলগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু বাবুসহ পর্যটনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ ৷

উল্লেখ্য ২৪ জানুয়ারী ২০২১ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে ৬০ একর জমিতে দেশের এক মাত্র মিঠা পানির বিচ মোহনপুর পর্যটন লিঃ প্রতিষ্ঠা করেন কাজী মিজানুর রহমান ৷ পর্যটনে রয়েছে ফাইভ স্টারমানের কটেজ,দ্যা শিপইন,রেষ্টুরেন্ট,   থিমপার্ক,জলে ও স্থলে বিভিন্ন রাইড, বিচ বেট, সুইমিংপুল,৫৬ প্রকার ফুলগাছ সহ দেশি- বিদেশী কয়েকশ প্রকার গাছ, ঝাউবন,খেজুর বাগান,অত্যাধনিক মার্কেট, পিকনিক স্পোটসহ রয়েছে সবধরনের নতুনত্ব ৷



Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.