× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিঠা পানির মিনি সৈকত

মোহনপুর পর্যটন লিঃ কটেজের উদ্বোধন শিগগিরই

৩০ ডিসেম্বর ২০২১, ০৯:০৯ এএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২১, ০৯:১০ এএম

চাঁদপুরের মতলব উত্তর মোহনপুর পর্যটনে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মানের ফাইভ স্টার কটেজ ৷ চাঁদপুরে এই প্রথম  শীঘ্রই ফাইভ স্টার মানের  কটেজ উদ্বোধন হতে যাচ্ছে মোহনপুর পর্যটনে। আন্তর্জাতিক মানের সকল সুবিধা থাকবে এই কটেজে। এই কটেজে থাকবে সুইমিংপুল সহ আধুনিক সব সুবিধা। আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে ৬০ একর  জমিতে ২৪ জানুয়ারী ২০২০ইং সালে  তৈরি করা হয় মোহনপুর পর্যটন লিমিটেড।

পর্যটনে রয়েছে ৩য় তলা বিশিস্ট ফাইভ স্টার মানের ৫টি  কটেজ ৷ এতে ২৫টি  পরিবার থাকতে পারবে  ৷ নামাজ আদায়ের জন্য রয়েছে মসজিদ ৷ পর্যটন টি সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে ৷  দর্শনার্থীদের  জন্য রয়েছে রাতে থাকার ব্যবস্থা৷ দর্শনার্থীদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার জন্য  রয়েছে হেলথ কেয়ার সেন্টার ৷ এ পর্যটনে  এক সাথে লক্ষাধিক দর্শনার্থী  আনন্দ উপভোগ করতে পারে ৷

পর্যটনে  জলজ রাইডগুলোর মধ্যে রয়েছে স্পীড বোটিং, সোয়ান বোটিং, এছাড়া শিশুদের জন্য এখানে রয়েছে ৷ Train Kiddie (ট্রেন ), Marry Go round (মেরি গো রাউন্ড), Pirate bull Shooter, (পেরট বল সুটার), Big Eye fish Helicopter, Bike Arched game, Horse Ride,  Space Car,  Battery Car, Micky train, Joker castle,  Family train, Honey swing,  pirate Ship,  Merry go round, ১৪ টি রাইড ৷

এছাড়াও রয়েছে ১০০টি বিচ বেড, একটি অত্যাধুনিক মার্কেটে রয়েছে ১৩০টি  দোকান ৷ পর্যটনের সামনে রয়েছে ১টি খেজুর বাগান পর্যটন এলাকার সৌন্দর্যবর্ধনে লাগানো হয়েছে কাঠ বাদাম, কৃষ্ণচুড়া, কাঠ গোলাপ, নাকাচুরা, সিজিয়াম, কামিনি, সেওরা, হাস্নাহেনা, রজনীগন্ধা, বেলী, জবা,গোলাপ, রঙ্গন, বাগানবিলাস, পানিকা, টগর, লিলি থাই, পেনটাস, কেনা, এলকোনিয়া, প্যারাটাইস, পাপ্ম ট্রি,মনিরাজ পাম্প, বোতল পাম্প, সাইকাস পাম্প,চেরী ফুল, ল্যানটেনা, তীনফল, মিষ্টি জলপাই, টিমকা,লাল বর্ডার, কাটা মেহেদি, কারপেট ঘাস, ইগল ভিরা/ ক্যকটাস, এজালিয়াম, টিপু চায়না, খ্রীঃ ট্রি, ঝাউ ট্রি,নিমপারুল, মধুমালতি, অপরাজিতা, আলমান্ডা, মাধবীলতা, বিল্ডিং হার্ড, আর্মিলতা, করবী, সেনসূরি, কাঠালী চাপাঁ,  পুমিলিয়া, ষোশন্ডা, টাইম ফুল,  কলিহাসঁ,  এডোনিয়াম, সিলভিয়া,  পিটনিয়াছ ও বট বিক্ষু সহ দেশী- বিদেশী ফুল গাছ ৷ অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে পর্যটনের জেনারেল ম্যানাজার কাজী মোঃ জাকির হোসেন বলেন, অবসর প্রাপ্ত আর্মির সাবেক এক ক্যাপ্টেন এর তত্ত্বাবধয়ানে সিসি ক্যামেরা, পর্যটনের নিজস্ব  সিকিউরিটি ও এলিট ফোর্স কোম্পানীর ২০  জন দক্ষ সিকিউরিটি দ্বারা সার্বিক নিরাপত্তা  ব্যবস্থা রয়েছে ৷

বাংলাদেশের যে কোন যায়গা থেকে জলপথে ও স্থল পথে মোহনপুর পর্যটনে আসা যায় ৷ পর্যটনে রয়েছে দ্যা শিপ ইন ৷ দক্ষ ম্যানাজার দ্বারা পরিচালিত ৷ দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার ব্যবস্থাসহ রয়েছে দেশী- বিদেশী খাবার এবং এক সাথে ৫শ  লোকের  বসার ব্যবস্থা ৷ সরাসরি টিকিট কেটে প্রবেশের পাশাপাশি অনলাইনেও টিকিট বুকিং করার সুযোগ-সুবিধা রয়েছে ৷

বর্তমানে মোহনপুর পর্যটনে ২০ জন সিকিউরিটি গার্ড,৭১ জন কর্মকর্তা- কর্মচারিসহ প্রায় ১শ জন লোক কর্মরত আছেন ৷ গাড়ী পার্কিং মটর সাইকেল, প্রাইভেট কার, মাইক্রো গাড়ী, বাসসহ বিভিন্ন যানবাহনের জন্য রয়েছে বিশাল  পার্কিং এর ব্যবস্থা ৷ এদিকে মোহনপুর পর্যটন লিঃ এর জেনারেল ম্যানাজার কাজী মো.জাকির হোসেন বলেছেন,মোহনপুর পর্যটনে পর্যটকদের সংখ্যা দিনদিন বেড়েই চলছে ৷ তিনি বলেন ,খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে ফাইভ স্টার মানের কটেজ ৷ এই কটেজে সুইমিংপুলসহ সবধরনের সুযোগ-সুবিধা রয়েছে ৷

এদিকে গতকালও মোহনপুর পর্যটনে গিয়ে আগত দর্শনার্থীদের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে ৷ রায়পুর থেকে আসা ব্যবসায়ী মো. জুবায়ের আলম বলেন, আমি আমার পরিবারবর্গকে নিয়ে মোহনপুর পর্যটনে এসেছি এখানে এসে দেখলাম মিঠা পানির বিচ থিম পার্ক,বিভিন্ন রাইড,অসংখ্য ফুলের সমারহ খুবই সুন্দর এই পর্যটনটি এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে ৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.