× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপো এ১৭ এখন দেশের বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৬ নভেম্বর ২০২২, ০৬:১৪ এএম

অপো সম্প্রতি শক্তিশালী ফিচারসমৃদ্ধ এন্ট্রি-লেভেল সেগমেন্টের স্মার্ট ডিভাইস এ১৭ উন্মোচন করেছে। ৫০ মেগাপিক্সেলের ডুয়াল এআই ক্যামেরা, ৮ জিবি পর্যন্ত র‍্যাম (৪+৪জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা) সহ অসাধারণ সব ফিচারের ফোনটিতে ডিজাইনকে অনন্য করে তুলতে ফোনটিতে দেয়া হয়েছে প্রিমিয়াম লেদার-ফিল এবং রয়েছে ফ্ল্যাট-এজ ডিজাইন। পাশাপাশি, ডিভাইসটি দু’টি চমৎকার রঙে পাওয়া যাবে। এগুলো হলো: লেক ব্লু ও মিডনাইট ব্ল্যাক। 

অপো’র নতুন এ১৭ ডিভাইসে প্রিমিয়াম লেদার ফিল ও ফ্ল্যাট-এজ ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা এ সেগমেন্টের ফোনগুলোর মধ্যে এটিকে ব্যতিক্রমী করেছে; যা এ প্রাইস সেগমেন্টের ফোনগুলোর মধ্যে  এ ডিভাইসটিকে অনন্য করে তুলেছে। এ সেগমেন্টের ফোনগুলোর মধ্যে নতুন এ ডিভাইসটিতে শক্তিশালী ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এ ডিভাইসে ৮ জিবি পর্যন্ত  র‌্যাম সম্প্রসারণের সুবিধা দেয়া হয়েছে। লো-এন্ড মডেলের ফোনগুলো অনেক সময় ল্যাগ করে, যা নিরবচ্ছিন্ন ফোন ব্যবহারের বিষয়টিকে ব্যাহত করে। তাই, সমস্যার সমাধান হিসেবে অপো এ ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীদের র‌্যাম বিস্তৃতির সুবিধা দিচ্ছে। ব্যাকগ্রাউন্ড অ্যাপ অপ্টিমাইজেশন ফ্রিকোয়েন্সি এবং কম ব্যবহৃত অ্যাপগুলোকে স্টোরেজের জন্য রমে কমপ্রেসিং করার মাধ্যমে লোডকে কমিয়ে দেয় যেন আসল রম সম্প্রসারিত হয়। একইভাবে, হিটলেস অ্যাপ স্টার্টআপ এবং সুইচওভার নিশ্চিত করা হয়।   

এই অনন্য বৈশিষ্ট্যগুলো ছাড়াও, ডিভাইসটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ায়ের শক্তিশালী ব্যাটারি। এ শক্তিশালী ব্যাটারির মাধ্যমে সারাদিন মাল্টি-অ্যাপ, মিডিয়া ও ক্যামেরা ব্যবহারেও ব্যাটারির ফুরিয়ে যায় না। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এ ডিভাইসটি ব্যবহারের সময় ব্যবহারকারীকে বারবার ফোনের ব্যাটারি পার্সেন্টেজ পরীক্ষা করতে হয় না। এ সেগমেন্টে সেরা স্মার্টফোনের অভিজ্ঞতা নিশ্চিত করতে, অপো পানির ক্ষতির ভয় কমাতে কঠোর ওয়াটারপ্রুফিং এবং স্প্ল্যাশ পরীক্ষা পরিচালনা করেছে।

এ নিয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “টেকনোলজি ফর ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আমরা আমাদের ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যে এ১৭ স্মার্ট ডিভাইসটি উন্মোচন করেছি। এ১৭ এর মতো উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন ফোন উন্মোচনের মাধ্যমে আমরা আমাদের ব্যবহারকারীদের স্মার্ট লাইফে অনুপ্রাণিত করতে চাই, যা তাদের প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু উন্মোচনে সাহায্য করবে। ও'ফ্যানস ফেস্টিভ্যাল হলো এমন একটি ক্যাম্পেইনের দুর্দান্ত উদাহরণ, যা আমাদের লক্ষ্যের বিষয়গুলোকে প্রতিফলিত করে। আমি মনে করি, এ ফেস্টিভ্যাল প্রযুক্তিকে সবার জন্য উন্মুক্ত ও ব্যবহারের উপযোগী করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। 

উল্লেখ্য, ও’ফ্যানস ফেস্টিভ্যালের মাধ্যমে অপো এর ব্যবহারকারীদের সরাসরি সাকিব আল হাসানের সাথে দেখা করার দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.