× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিগন্যাল অ্যাপে হ্যাকারদের হানা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৯ আগস্ট ২০২২, ১১:২৩ এএম

হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপ্টেড মেসেজিং পরিষেবা দেয় সিগন্যাল। অ্যাপটিতে হ্যাকাররা হানা দিয়েছে। হাতিয়ে নিয়েছে ১৯০০ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য।সম্প্রতি সিগনালের ওপর এই সাইবার হানার রিপোর্ট প্রকাশ্যে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাচাইয়ের জন্য ব্যবহৃত সব কোডগুলো হ্যাকারের কাছে চলে গেছে। 

রিপোর্ট বলছে, এই হ্যাকার হানায় ১৯০০ ব্যবহারকারীর ডেটা হারিয়েছে সিগনাল।

ইতিমধ্যেই হ্যাকার হানার বিষয়ে বিবৃতি জারি করেছে সিগনাল। কোম্পানি জানিয়েছে, অন্য যেকোনও ডিভাইস থেকে কোডের মাধ্যমে কারও অ্যাকাউন্টে লগইন করতে পারে। 

চলতি মাসের শুরুতে হ্যাকিং সম্পর্কে তথ্য পাওয়ার পরে টুইলিও জানিয়েছিল, কোম্পানি হ্যাকিং তদন্তে সিগন্যালকে সাহায্য করছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.