× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিওয়ানে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০২ জুলাই ২০২২, ০৮:০৬ এএম । আপডেটঃ ০২ জুলাই ২০২২, ০৮:১৩ এএম

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত পরিবর্তন আনছে। সেই ধারাবাহিকতায় এবার ডিলিট ফর এভরিওয়ানে আসছে বড়ধরনের পরিবর্তন।

হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিয়ান ফিচার অন্যন্ত জনপ্রিয়। এর মাধ্যমে কোনো মেসেজ ভুল করে পাঠালে তা ডিলিট করা সম্ভব। বর্তমানে ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড সময়ের মধ্যে যাকে মেসেজ করছেন তার কাছ থেকে টেক্সট, ইমেজ বা ভিডিও ডিলিট করা সম্ভব। তারপর আর সম্ভব নয়। কিন্তু নতুন আপডেট অনুযায়ী এবার থেকে দুদিনেরও বেশি সময়ের মধ্যে ডিলিট ফর এভরিয়ান ফিচার ব্যবহার করা সম্ভব।

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে ওয়াবেটাইনফো। তাদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এবার থেকে দুই দিন ১২ ঘণ্টা পর্যন্ত ডিলিট ফর এভরিওয়ান ফিচার ব্যবহার করা যাবে। এ হিসেবে প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত অপর প্রান্তের ব্যক্তিকে পাঠানো মেসেজ ডিলিট করা সম্ভব।

পুরো প্রক্রিয়াটির জন্য কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে বিটা টেস্টারদের কাছে নতুন এই আপডেট পাঠানো হয়েছে। তবে ঠিক কবে থেকে সব ব্যবহারকারীদের কাছে এই ফিচার পাঠানো হবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.