× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের দুঃসংবাদ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৯ জুন ২০২২, ০৮:০০ এএম

উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। সংস্থাটি জানিয়েছে, আগামী বছরের শুরু থেকে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের কোনো সাপোর্ট তারা দেবে না। ফলে যারা এ অপারেটিং সিস্টেম চালাচ্ছেন তাদের কম্পিউটার আর কাজ করবে না। এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১০ জানুয়ারি থেকে ৮.১ কাজ করবে না। এর ফলে যাদের সিস্টেমে এটি রয়েছে তাদের সিস্টেম সম্পূর্ণ অচল হয়ে পড়বে। তাই যত দ্রুত সম্ভব সিস্টেম আপডেট করে উইন্ডোজ ১১ করতে হবে। অথবা উইন্ডোজ ১১ কাজ করবে এমন সিস্টেম ব্যবহার করতে হবে। উইন্ডোজ ৮.১ এর ক্ষেত্রে সফটওয়্যার আপডেট, টেকনিক্যাল সাপোর্ট এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে একটি FAQ (বিষয়-সংশ্লিষ্ট সাধারণ কিছু প্রশ্ন) প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো সিস্টেমে ৮.১ থাকলে জানুয়ারির পর ম্যালওয়্যার বা অন্য কোনো ভাইরাস হামলা চালাতে পারে। যে সিস্টেমে ৮.১ রয়েছে সেই সিস্টেমগুলোতে উইন্ডোজ ১১ আপডেট করা যাবে না। ফলে সেই সিস্টেম সম্পূর্ণ অচল। নতুন কম্পিউটার কিনতে হবে। এদিকে ১০ জানুয়ারির পর Microsoft 365 অ্যাপ্লিকেশন কাজ করা বন্ধ হবে। ব্যবহারকারীদের কম্পিউটারে (উইন্ডোজ ৮.১) Office 365 অ্যাপ্লিকেশন ইনস্টল থাকলে তা আর ব্যবহার করা যাবে না। গত বছরের শেষের দিকে উইন্ডোজ ১১ লঞ্চ করা হয়। ওইসময় সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী তিন বছরের মধ্যে সব সিস্টেমে আপডেট পাঠানো হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.