× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২০ মার্চ ২০২২, ১০:২৮ এএম

সংগৃহীত ছবি

এএইচএফ হকি কাপের ফাইনালে রোমাঞ্চকর ট্রাইব্রেকারে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ ম্যাচের মধ্য দিয়ে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

থাইল্যান্ডের জাকার্তায় জিবিকে হকি ফিল্ডে রোববার ফাইনালের ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হলে পরে ট্রাইব্রেকার রোমাঞ্চে ৬-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জাতীয় হকি দল।

টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে আগেই এশিয়া কাপের টিকিট কাটা হয়ে যায় বাংলাদেশের। ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বস্তি নিয়ে এশিয়া কাপে অংশ নেবে সারোয়ার-জিমিরা।

গ্রুপ পর্বের ম্যাচে আয়োজক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ইরানকে হারিয়ে টানা তৃতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ওমানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন লাল-সবুজ জার্সিধারীরা। সেমিতে কাজাখস্তানকে উড়িয়ে ফাইনাল খেলার টিকিট কাটে বাংলাদেশ।

ম্যাচের ২ মিনিটের মাথায় সবুজ সোহানুরের ফিল্ড গোলে লিড নেয় বাংলাদেশ। পরে একটি গোলে সমতায় ফেরে ওমান।

নির্ধারিত সময় শেষে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। ৫ বারের সবগুলোকে গোলে পরিণত করে বাংলাদেশ। অন্যদিকে একটি মিস করে ওমান। শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় পায় লাল-সবুজরা।

এরপরঅই চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে পুরো বাংলাদেশ দল।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.