ঢাকা মহানগর পুলিশের নির্দেশনার কারণে ৩১ ডিসেম্বর, মঙ্গলবার ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা সহজ করার জন্য বিপিএল ২০২৫-এর ম্যাচের শুরুর সময় এক ঘণ্টা ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে। গতকাল (২৯ ডিসেম্বর) বিসির এক বিবৃতিতে খবরটি জানা যায়।
পরিবর্তীত সময়ঃ
৩১ ডিসেম্বর প্রথম ম্যাচ (খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস) - দুপুর ১২টা
৩১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ (সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স) - বিকাল ৫টা
৩১ ডিসেম্বর ম্যাচের টিকিটঃ
৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায়, মধুমোতি ব্যাংক পিএলসির নির্ধারিত শাখাগুলোতে ম্যাচের টিকিট পাওয়া যাবে না। তবে ৩১ ডিসেম্বরের ম্যাচের জন্য উপলভ্য টিকিট জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর (এসবিএনসিএস ইনডোর ট্রেনিং ফ্যাসিলিটির পাশে) থেকে সংগ্রহ করা যাবে।
সূত্রঃ মিডিয়া বিভাগ, বিসিবি