× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তরুণরা টি-টয়েন্টিতেই বেশি ঝুঁকছে 

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০২৪, ১৯:৩৯ পিএম । আপডেটঃ ২০ নভেম্বর ২০২৪, ১৯:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে পুরনো ফরম্যাট হচ্ছে টেস্ট। ক্রিকেটের মানদন্ড হিসেবে এই ফিরম্যাটকেই বিবেচনা করা হয়।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটের আবির্ভাবের পরই টেস্ট ফরম্যাটের জনপ্রিয়তা কমতে থাকে। বর্তমানে এই চার-পাঁচ দিনের লংগার ভার্সনের প্রতি তরুণ ক্রিকেটারদের আগ্রহ হারিয়ে গেছে। তাঁরা জনপ্রিয় টি-টোয়েন্টি ফরম্যাটের দিকেই বেশি ঝুঁকছে। 

এ বিষয়ে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাককে সাংবাদিকরা নানা রকম প্রশ্ন করেন। আগামী শনিবার (২৩ নভেম্বর) জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ড শুরু হবে। সিরিজটি শুরু হওয়ার আগে জাতীয় লিগের খেলোয়াড়দের পারফরম্যান্স কেমন দেখলেন।

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে- সবাই এখন টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত। জাতীয় লিগ বা ঘরোয়া চার দিনের ক্রিকেটকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ জাতীয় লিগকে আমরা ক্রিকেটের আঁতুড়ঘর বলি। এখান থেকে খেলোয়াড়দের তৈরি হতে হয়।‘ 

তিনি আরও বলেন, ‘জাতীয় লিগ আমাদের ক্রিকেটের আঁতুড়ঘর হলেও, জাতীয় লিগে পারফর্ম করা এবং আন্তর্জাতিক ক্রিকেটে খেলা এক নয়। জাতীয় লিগের একটি ম্যাচে একজন খেলোয়াড় ১০০ রান করতে পারে, কিন্তু পরবর্তী সময়ে তার পারফরম্যান্সটা সেভাবে থাকছে না।‘

অন্যদিকে, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাব্বির রহমান রাজশাহীর হয়ে জাতীয় লিগে খেলার সুযোগ পাননি। ফল সামনের জাতীয় লিগের টি-টোয়েন্টিতে তাঁর সুযোগের বিষয়ে রাজ্জাক বলেন, ‘বিভাগীয় কোচ ও ম্যানেজার আমাদের কাছে চেয়েছিল যে, সাব্বিরকে চার দিনের ম্যাচে যেন না রাখা হয়। তবে আমি বিশ্বাস করি, সাব্বির অবশ্যই টি-টোয়েন্টি ফরম্যাটে সুযোগ পাবে।‘

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.