× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথমবারের দেশে মতো ই-স্পোর্টস টুর্নামেন্ট

০৪ মার্চ ২০২২, ০০:১০ এএম । আপডেটঃ ০৪ মার্চ ২০২২, ০৬:১১ এএম

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ই-স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে এরিনা অফ ভ্যালর, বাংলাদেশ। সাউথ এশিয়া কোয়ালিফায়ার্সের এই আয়োজনে থাকছে ৭৫ লাখ টাকার পুরস্কার।

এরই মধ্যে শুরু হয়েছে টুর্নামেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ১৪ মার্চ পর্যন্ত।

এরিনা অফ ভ্যালর ডাউনলোড করে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশনে করতে ভিজিট করুন: www.aovsaesports.com।

১১ মার্চ থেকে শুরু হবে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। চলবে ২২ মার্চ পর্যন্ত।

আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া ও মিয়ানমার থেকে ৮ দল যাবে চূড়ান্ত পর্বে।

বিজয়ীরা ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ল্যান ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গ্র্যান্ড ফাইনালে বিজয়ী দল সুযোগ পাবে এআইসিতে অংশ নেয়ার।

টুর্নামেন্টের বিষয়ে আরও তথ্য পেতে এরিনা অফ ভ্যালরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের পরমর্শ দিয়েছে আয়োজকরা।

এরিনা অফ ভ্যালর, বাংলাদেশের কান্ট্রি হেড কাজী আরাফাত হোসেন বলেন, ‘প্রথমবারের মতো সাউথ এশিয়া পর্যায়ে এত বড় একটি ই-স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.