× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গার্ডিয়ানের বর্ষসেরা তালিকায় ৫০ জনের মধ্যেও নেই রোনালদো

মশিউর অর্ণব

২৮ জানুয়ারি ২০২৩, ০৬:১৮ এএম

তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপের স্বাদ উপহার দিয়েছেন লিওনেল মেসি। গার্ডিয়ানের বিচারকদের চোখে বছরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টিনা অধিনায়কই। এর আগে, গত বছরের সেরা ফুটবলারদের তালিকায় দুইয়ে ছিলেন মেসি।

অপরদিকে, পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো গত বছর ছিলেন আটে। পর্তুগিজ তারকা এবার নেই সেরা ৫০-এর মধ্যেও। সৌদি আরবের আল নাসরে যোগ দেওয়া রোনালদোর অবনতি হয়ে ৪৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫১ নম্বরে। 

বর্ষসেরা ফুটবলারদের ক্রমটা সাধারণত বছরের শেষ দিকেই জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। কিন্তু ২০২২ সালটাকে তো আর অন্যান্য বছরের সঙ্গে মেলানো যায় না। ইতিহাসের প্রথম শীতকালীন বিশ্বকাপটা যে গত মাসেই শেষ হয়েছে কাতারে। সেই বিশ্বকাপের পারফরম্যান্স যেন অনূদিত হয় নতুন তালিকায়, সেটি নিশ্চিত করতেই আজ ২০২২ সালের শীর্ষ ১০০ ফুটবলারের নাম প্রকাশ করেছে গার্ডিয়ান।


১৪ জন বর্তমান ও সাবেক ফুটবলার ছাড়াও কোচ, সাংবাদিকেরা মিলে মোট ২০৬ জন বিচারক মূল্যায়ন করেছেন ফুটবলারদের। প্রত্যেককে ৪০ জন খেলোয়াড়ের নাম দিতে হয়েছে। কোনো বিচারকের তালিকায় ১ নম্বরে থাকা খেলোয়াড় পেয়েছেন ৪০ পয়েন্ট, দুইয়ের জন্য বরাদ্দ ছিল ৩৯ পয়েন্ট, এভাবে ৪০ নম্বর খেলোয়াড় পেয়েছেন ১ পয়েন্ট।


তবে অন্তত পাঁচ বিচারকের ভোট না পেলে কেউ বিবেচিত হননি তালিকায়। একাধিক খেলোয়াড়ের মোট পয়েন্ট সমান হলে যে খেলোয়াড় বেশি বিচারকের ভোট পেয়েছেন, তাঁকে ওপরে রাখা হয়েছে। 

বিচারকদের চোখে নিরঙ্কুশভাবে সেরা খেলোয়াড় হয়েছেন মেসি। ২০৬ জন বিচারকের ১৫৬ জনই (৭৬%) এক নম্বরে রেখেছেন মেসিকে। ১৩ শতাংশ বিচারকের চোখে বছরের সেরা খেলোয়াড় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ১০ শতাংশ ভোট দিয়েছেন করিম বেনজেমাকে। সেরা তিনে আছেন এই ত্রয়ীই।

গতবার যিনি গার্ডিয়ানের বর্ষসেরার স্বীকৃতি পেয়েছিলেন, সেই রবার্ট লেভানডফস্কি এবার নেমে গেছেন সাতে। তালিকায় মেসির পরেই আছেন কিলিয়ান এমবাপ্পে। জিওফ হার্স্টের পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক পাওয়া ফরাসি তারকা গতবার ছিলেন ষষ্ঠ স্থানে।

এগিয়েছেন এমবাপ্পের জাতীয় দলের সাবেক সতীর্থ করিম বেনজেমাও। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতানো ফরোয়ার্ড এক ধাপ এগিয়ে উঠে এসেছেন তিনে। গোল করাটাকে পৃথিবীর সহজতম কাজ বানিয়ে ফেলা ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হলান্ডকে তিন ধাপ এগিয়ে উঠেছেন চারে।


শীর্ষ পাঁচে সবচেয়ে বড় চমক লুকা মদরিচ। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠানো রিয়াল মাদ্রিদ তারকা গত বছর ছিলেন ৪০তম স্থানে। ৩৫ ধাপ এগিয়েছেন ক্রোয়াট অধিনায়ক। বড় লাফ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রও। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ৩১ থেকে উঠে এসেছেন আটে। 


এক নজরে সেরা ১০০ -



 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.