× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নকআউট পর্বে যেতে আর্জেন্টিনা-পোল্যান্ডের যতো সমীকরণ

স্পোর্টস ডেস্ক

৩০ নভেম্বর ২০২২, ০৬:৪২ এএম । আপডেটঃ ৩০ নভেম্বর ২০২২, ১২:৫৯ পিএম

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুটি ম্যাচ শুরু হবে একই সময়ে। ম্যাচের বাঁকে বাঁকে পাল্টে যেতে পারে সমীকরণ। তাই চোখ রাখতে হতে পারে অন্য ম্যাচেও। গ্রুপ ‘সি’: নকআউট পর্বে ওঠার লড়াইয়ে আছে চার দলই, বাদ পড়ার শঙ্কায়ও। শেষ রাউন্ডে মুখোমুখি পোল্যান্ড-আর্জেন্টিনা ও সৌদি আরব-মেক্সিকো। 

আর্জেন্টিনা:

# অন্য ম্যাচের ওপর নির্ভর না করতে হলে, আর্জেন্টিনার সামনে জয়ের বিকল্প নেই।

# ড্র করলেও তাদের সামনে সুযোগ থাকবে, তবে প্রার্থনা করতে হবে অন্য ম্যাচ যেন ড্র হয় কিংবা মেক্সিকো ৩ গোলের বেশি ব্যবধানে না জেতে।

# আর্জেন্টিনা জিতলে এবং অন্য ম্যাচে ড্র হলে মেসিরা হবে গ্রুপ সেরা।

# তবে যদি আর্জেন্টিনা ও সৌদি আরব উভয় দলই জেতে, তাহলে গ্রুপ সেরা নির্ধারণে প্রথমে বিবেচনায় আসবে গোল ব্যবধান এবং গোল করা। সেখানেও সমতা থাকলে দেখা হবে মুখোমুখি লড়াই, যেখানে এগিয়ে সৌদিরা।


পোল্যান্ড:   

# হার এড়ালেই নকআউট পর্বের টিকেট পাবে পোলিশরা। জিতলে হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

# দুই গোলের ব্যবধানে হারলেও সুযোগ থাকবে পোল্যান্ডের; তবে সেক্ষেত্রে অবশ্যই অন্য ম্যাচ ড্র হতে হবে।

# পোল্যান্ড যদি ৩ গোলের ব্যবধানে হারে এবং অন্য ম্যাচ ড্র হয়, তখন পোলিশ ও সৌদিদের পয়েন্ট হবে সমান এবং গোল ব্যবধান হবে সমান (-১)। তখন দেখা হবে কারা বেশি গোল করেছে। সেটাও সমান হলে মুখোমুখি লড়াইয়ে জেতায় পরের ধাপে উঠবে পোলিশরা।

# আবার পোল্যান্ড যদি হারে এবং মেক্সিকো যদি জেতে, তখন তাদের পয়েন্ট হবে সমান ৪। তখন একে একে দেখা হবে তাদের গোল ব্যবধান, কারা বেশি গোল করেছে, মুখোমুখি লড়াইয়ে কি হয়েছিল। তবে পোল্যান্ড যদি সর্বোচ্চ ২ গোলে হারে এবং মেক্সিকো যদি এক গোলে জেতে, তাহলে গ্রুপ রানার্সআপ হবে লেভানদোভস্কিরা।


মেক্সিকো:

# শেষ ষোলোয় ওঠার দৌড়ে থাকতে হলে জিততেই হবে।

# নিজেরা ৪ গোলে জিতলে অন্য ম্যাচের ফল যাই হোক না কেন, নকআউট পর্বে উঠবে মেক্সিকো।

# নিজেরা জিতলে এবং আর্জেন্টিনা হারলে পরের ধাপে যাবে মেক্সিকো।

# নিজেরা ৩ গোলে জিতলে এবং অন্য ম্যাচ ড্র হলে আর্জেন্টিনার সমান ৪ পয়েন্ট হবে মেক্সিকোর। গোল ব্যবধানও হবে সমান (+১)। তখন দেখা হবে কারা বেশি গোল করেছে। সেটাও সমান হলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শেষ ষোলোয় উঠবে আর্জেন্টিনা।


সৌদি আরব:

# জিতলেই পরের ধাপে উঠবে তারা।

# ড্র করলেও সুযোগ থাকবে, তবে প্রার্থনা করতে হবে যেন অন্য ম্যাচে আর্জেন্টিনা হারে।

# এক্ষেত্রে আবার পোল্যান্ড হারলেও সুযোগ থাকবে সৌদি আরবের, তবে অবশ্যই পোলিশদের হারতে হবে ৪ গোলের ব্যবধানে।

# সৌদি আরব ড্র করলে এবং পোল্যান্ড ৩ গোলে হারলে দুই দলের পয়েন্টের মতো গোল ব্যবধানও সমান হবে। তখন দেখা হবে কারা বেশি গোল করেছে। সেটাও সমান হলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হবে পোল্যান্ড।

# নিজেরা জিতলে এবং অন্য ম্যাচ ড্র হলে গ্রুপ সেরা হবে সৌদি আরব।

# সৌদি আরব ও আর্জেন্টিনা নিজ নিজ ম্যাচে জিতলে গ্রুপ সেরা নির্ধারণে প্রথমে বিবেচনায় আসবে গোল ব্যবধান এবং গোল করা। সেখানেও সমতা থাকলে দেখা হবে মুখোমুখি লড়াই, যেখানে এগিয়ে সৌদিরা।



Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.