× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পয়েন্ট সমান হলে যেসব বিষয় বিবেচিত হবে

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর ২০২২, ০৬:১৮ এএম

শেষ দিকে চলে এসেছে কাতার বিশ্বকাপের জমজমাট গ্রুপ পর্বের খেলা। সব দল খেলেছে দুটি করে ম্যাচ। এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ফ্রান্স, ব্রাজিল ও পর্তুগাল। বাকি ১৩টি জায়গার জন্য লড়াই্য়ে আছে ২৭টি দল। তাদের জন্য আছে নানা সমীকরণ। 

শেষ আটে যেতে হলে গ্রুপ পর্বে থাকতে হবে সেরা দুইয়ে। সমান পয়েন্ট হতেই পারে একাধিক দলের। সে সব ক্ষেত্রে পর্যায়ক্রমে সাতটি ভিন্ন মানদণ্ড ব্যবহার করবে ফিফা।

*সবার আগে দেখা হবে গোল পার্থক্য। 

*গোল পার্থক্য সমান হলে বিবেচনায় আসবে কোন দল বেশি গোল করেছে। 

*গোল সংখ্যাও সমান হলে হিসেব করা হবে মুখোমুখি লড়াইয়ের ফলাফল। 

*এরপরও সমতায় থাকা দলগুলোর মুখোমুখি লড়াইয়ে গোল পার্থক্য দেখা হবে। 

*সেখানেও সমতা না ভাঙলে সাম্যাবস্থায় থাকা সব দলের মধ্যে কারা বেশি গোল করেছে তা দেখা হবে। 

*এরপরও সমতা থেকে গেলে ফেয়ার প্লে পয়েন্ট গণনা করা হবে 

*এ ছয়টি শর্তের পরও যদি সমাধানে না পৌঁছানো যায়, তাহলে ড্র লটারির মাধ্যমে ঠিক করা হবে কারা যাবে পরের রাউন্ডে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.