× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড

শেষ ওভারে ২৮ রান, তবুও হারল ওয়েস্ট ইন্ডিজ

২৩ জানুয়ারি ২০২২, ২২:৫৪ পিএম । আপডেটঃ ২৪ জানুয়ারি ২০২২, ০১:৫৩ এএম

হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা ইংল্যান্ড অবশেষে জয়ের মুখ দেখল। সব ফরম্যাট মিলিয়ে গত পহেলা নভেম্বরের পর এটাই তাদের প্রথম জয়। এই পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১ রানে হারিয়েছে থ্রি লায়ন্সরা। ইংল্যান্ডের কষ্টার্জিত এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা এসেছে।

শেষ ওভারে ম্যাচ জিততে ৩০ রান প্রয়োজন ছিল ক্যারিবিয়দের। আখিল হোসেনের ব্যাটিং তাণ্ডবে স্বাগতিকরা নিতে পারে ২৮ রান। তার মধ্যে শেষের তিন বলের তিনটিতেই ছক্কা হাঁকিয়েছেন এই স্পিনার। যদিও তা যথেষ্ট ছিল না দলের জন্য।

১৭২ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ এতদূর আসতে পারে কেবল তাদের অষ্টম উইকেট জুটির বদলৌতে। যেখানে আখিলের সঙ্গী রোমারিও শেফার্ড। ২৯ বলে ৭২ রান স্কোরবোর্ডে তোলে এই জুটি। আখিল ১৬ বলে ৪৪ আর শেফার্ড অপরাজিত ছিলেন ২৮ বলে ৪৪ রান করে।

এর আগে বার্বাডোজে টসে হেরে আগে ব্যাট করতে নামে সফরকারীরা। জেসন রয় আর মঈন আলীর ব্যাটে চড়ে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৭১ রান তোলে ইংল্যান্ড। জেসন ৪৫ আর মঈন করেন ৩১ রান। দুটি করে উইকেট শিকার করেন জেসন হোল্ডার ও ফ্যাবিয়েন অ্যালেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.