× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পেসারদের জন্য অন্যতম সেরা সেন্ট লুসিয়ার উইকেট : কেমার রোচ

স্পোর্টস ডেস্ক

২৩ জুন ২০২২, ০৪:৪৭ এএম

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের বিপক্ষে ভুগেছেন বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়ে যায়, ব্যাটার ডাক মেরে ফেরেন সাজঘরে। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে সাকিব আল হাসানের দলের।

তবে এর আগেই ক্যারিবীয়ানদের অভিজ্ঞ পেসার কেমার রোচ জানিয়ে দিয়েছেন, সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের উইকেটে অনেক কিছু থাকবে পেসারদের জন্য। এই টেস্টেই নিজের ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলার ইচ্ছের কথাও জানিয়েছেন রোচ।

রোচ বলেছেন, ‘এটা ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা উইকেট। পেসারদের জন্য অনেক কিছু আছে এখানে। আমি এখনও উইকেটে যাইনি, তাই জানি না। আশা করি কাল প্র্যাক্টিসে উইকেট দেখবো। সাধারণভাবে এটা ক্যারিবীয়ানে পেসারদের জন্য অন্যতম সেরা উইকেট’। নিজের লক্ষ্যের কথা জানিয়ে এই অভিজ্ঞ এই পেসার বলেছেন,‘অবশ্যই পঞ্চাশ পাড় হওয়া। এখন ৪৯টা আছে, আশা করি একটা উইকেট পেয়ে যাবো আগামী ম্যাচে। এরপর আমার শরীরকে ঠিক করা ৩০০ উইকেটের জন্য। সেটা আমার, দল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আইডিয়াল হবে। এটা অবশ্যই তালিকায় আছে। ’

কয়েকদিন আগে কাউন্টি খেলতে গিয়েছিলেন রোচ। ওই অভিজ্ঞতার কথা শুনিয়ে তিনি বলেছেন, ‘এটা সাহায্য করেছে আমার মনে হয়। কন্ডিশন, নিজে থেকেই অনেক কিছু শেখা যায়। অবশ্যই কাউন্টি ক্রিকেট খুব চ্যালেঞ্জিং। অনেক ম্যাচ খেলতে হয় অল্প দিনে। খেলার কোয়ালিটিও খুব উঁচু মানের। আলাদা কন্ডিশনে নিজেকে চ্যালেঞ্জ জানানো সবসময় ভালো।’

‘তরুণদের জন্য এই অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। আমি তাদের পরামর্শ দেই যেকোনো পর্যায়ে কাউন্টি খেলতে। এটা আমাকে সাহায্য করেছে, কিছু জিনিসের সঙ্গে মানিয়ে নিতে। বডি, রিলিজ পয়েন্ট, লাইন এমন অনেক বিষয়েই।’

 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.