× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেরা পিক পাহাড়ের চুড়ায় আরোহণ করে রেকর্ড করলো জাফর সাদেক

কিশোরগঞ্জ প্রতিনিধি

১০ নভেম্বর ২০২২, ০৩:০৭ এএম

এভারেষ্ট এর বেস ক্যাম্প জয়ের পর এবার নেপালের ‘মেরা পিক সামিট’ (বরফের পাহাড়) এর চুড়ায় আরোহণ করে আবারো রেকর্ড করল কিশোরগঞ্জের কৃতি সন্তান ব্যাংকার জাফর সাদেক। সম্প্রতি তিনি মেরা পিক পাহাড়ের উচ্চতা ৬৪৭৬ মিটার এর উপরে আরোহন করে রেকর্ড সৃষ্টি করেছেন।

জানাযায়, কিশোরগঞ্জ সদর উপজেলার ভাটগাঁওয়ের ব্রাহ্মণকচুরী গ্রামের মরহুম সূফি আব্দুল জব্বার ও মাতা- জায়েদা খাতুনের পরিবারের বড় সন্তান আবু নাঈম মোঃ জাফর সাদিক ছেলেবেলা থেকেই তিনি ভ্রমণ পিপাসু ছিলেন। লেখা পড়ার পাশাপাশি ঘুরে বেড়ানো যেনো তার নেশায় পরিণত হয়ে যায়। ফলে সারা দেশের বিভিন্ন স্থান ভ্রমণ করে বাংলাদেশ ছাড়াও অনেক দেশ ঘুরেছেন। জাফর সাদিক কিশোরগঞ্জ জেলার বড়ভাগ আলিম মাদ্রাসা হতে দাখিল, হয়বতনগর এ ইউ কামিল আলীয়া মাদ্রাসা হতে আলিম পাশ করার পর ঢাকা কলেজ হতে বাংলায় স্নাতক (সম্মান) পাশ করেন। 

কর্মজীবনে তিনি রূপালী ব্যাংকের ঢাকাস্থ প্রধান শাখায় সিনিয়র অফিসার পদে কর্মরত রয়েছেন। তার অধম্য সাহস, ধৈর্য ও প্রচুর কষ্টে ২০১৮ সালে এভারেষ্ট বেস ক্যাম্প জয় করেন। গত  ৩০ অক্টোবর নেপালের "মেরা পিক সামিট" (বরফের পাহাড়) এর চুড়ায় আরোহণ করে রেকর্ড করেন। আ.ন.ম জাফর সাদেক সমাজসেবায়ও বিরল অবদান রেখে আসছেন। তিনি রক্তদাতা সংগঠন বাঁধন ঢাকা কলেজ ইউনিট এর সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

এ ব্যাপারে আরোহণকারী জাফর সাদেক বলেন, ‘ভ্রমণ হলো মানুষের মনের খোরাক। আসলে মেরা পিক পাহারের চুড়ায় আরোহন করা অনেক ধৈর্য্য এবং সাধনার প্রয়োজন। মানুষের মনের জোড় ও ইচ্ছাশক্তি থাকলে মানুষের পক্ষে যে কোন কাজ করা সম্ভব বলে আমি মনে করি।



Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.