× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জোট গঠনে বাম-ডান সবার দোরগোড়ায় যাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২২, ০৮:৩৮ এএম

প্রতীকী ছবি

সরকার বিরোধী আন্দোলনে বাম-ডান সব দলকে নিয়ে জোট গঠনে সরাসরি আলোচনায় যাবে বিএনপি। এজন্যে টিম গঠন করে দলগুলোর কার্যালয়ে গিয়ে শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করা হবে।

বৈঠকে বসতে এরইমধ্যে কয়েকটি দলের সাথে কথা বলেছে বিএনপি। দলের কয়েকটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির সূত্র জানায়, সরকার বিরোধী অন্তত ৩০টি দলের সাথে বিএনপির সিনিয়র নেতারা আলোচনা করেছেন। এতে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন না করা, অন্তর্বর্তীকালীন সরকার গঠনসহ আন্দোলন গড়ে তোলার বিষয়ে কথা বলা হয়েছে। এসব আলোচনায় জোট গঠন করার চেয়ে বিরোধী নেতারা একসাথে যুগপৎ কর্মসূচির বিষয়ে মতামত দিয়েছেন।

বিএনপি নেতারা বলছেন, আপাতত জোটবদ্ধ হওয়ার বিষয়ে জনগণকে একটি দৃশ্যমান প্রচেষ্টা দেখানোর চিন্তা রয়েছে তাদের। এজন্যে প্রথমেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু এ সপ্তাহে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের সাথে বৈঠক করবেন।

যদিও ইকবাল মাহমুদ টুকু এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জোট গঠনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিএনপির সাথে অনানুষ্ঠানিক আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দ আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। এ সপ্তাহে যে কোনদিন তারা আসবেন। এই বিষয়টাকে আমরা স্বাগত জানাই।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়াও বিএনপি নেতারা নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জেএসডির সাথেও যোগাযোগ করেছেন।

জানতে চাইলে মাহমুদুর রহমান বলেন, বিএনপির মহাসচিব আমাকে ফোন করেছিলেন। তারা আসবেন। তবে দিন নির্ধারণ হয়নি। যদিও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবিষয়ে মুখ খোলেননি।

তবে জেএসডির একটি সূত্র জানায়, এমনিতে বিএনপি নেতাদের সাথে আ স ম রবের যোগাযোগ রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বসার দিন ঠিক হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই বৈঠকে থাকতে পারেন বলে জানা গেছে

বিএনপির সাথে কি বিষয়ে আলোচনা হতে পারে এমন প্রশ্নে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জনগণ সকল বিরোধী দলকে একত্রে দেখতে চায়। ফলে আমরা সবাই কীভাবে একত্র হতে পারি। সেসব নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন তদারকি সরকার গঠনের মধ্য দিয়ে অবাধ নির্বাচন নিশ্চিত করা নিয়ে বিএনপির দাবির সাথে আমাদের মিল রয়েছে। এজন্যে তারা আসলে আমরা আলোচনা করব। তবে আমরা বলবো শুধু সরকার বদলের জন্যে আন্দোলন নয়। সত্যিকার অর্থে কী কী পরিবর্তন আসবে তা নিয়ে কথা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিরোধী দলের মধ্যে মতের মিল রয়েছে। এখন আলোচনা হবে আন্দোলনের পদ্ধতি নিয়ে। এজন্যে বিএনপি কাজ করছে। এসব নিয়েই সামনে আলোচনা করবো।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন আলোচনা শুরু হয়েছে। সামনে সবাইকে জানানো হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.