× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংবিধান সংস্কার করা অন্তবর্তীকালীন সরকারের কাজ না- জুয়েল 

নিজস্ব প্রতিবেদক 

১৫ জানুয়ারি ২০২৫, ২০:২৬ পিএম । আপডেটঃ ১৫ জানুয়ারি ২০২৫, ২০:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, সংবিধান সংস্কার করা অন্তবর্তীকালীন সরকারের কাজ না। সংবিধান সংস্কার করবে দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার। অন্তবর্তী সরকার সংবিধান সংস্কার করলে প্রশ্ন উঠবে।

তিনি বলেন, ছাত্রজনতার আন্দোলনের পতিত স্বৈরশাসক বিদায় নেওয়ার পর সকলের সম্মতিতে এ সরকার গঠিত হয়েছে। ৫ মাস হয়ে গেলেও নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছে না। আমরা এ সরকারকে সমর্থন জানাচ্ছি মানে এই নয় যে, অনন্তকাল সমর্থন জানিয়ে যাবো।

আজ (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর দক্ষিণখানের কাজী বাড়ী গাওয়ার বাজার সংলগ্ন মাঠে ৪৯ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জুয়েল বলেন, আমরা দেড়যুগ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি। ভোট নিয়ে টালবাহানা করলে প্রয়োজনে আবার লড়াই করবো। আজকে দেশবিদেশে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দোসরদের অনেকে আমাদের ভিতর ঢুকে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে অস্থিরতা সৃষ্টি করতে চাইবে। এ বিষয়ে দেশপ্রেমিক জনগণকে সজাগ থাকতে হবে।

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহবান জানিয়ে যুবদলের এই নেতা বলেন, শেখ হাসিনা যেভাবে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিলো, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলো, দূর্নীতি করে দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে, ৩১ দফা বাস্তবায়ন হলে এই বাংলাদেশে আর কখনও সেরকম অন্যায়-অবিচার ও লুন্ঠন করার সাহস আর কেউ পাবে না। বাংলাদেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে হলে ৩১ দফার আলোকে দেশকে সাজাতে হবে।

৪৯ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক শাওন আহম্মেদের সভাপতিত্বে সদস্য সচিব সাইফুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিমুল কাইয়ুম বিনয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, দক্ষিণখান থানা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল, সাধারণ সম্পাদক মাসুদ আলম মিঠু প্রমুখ।


বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.