নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্ধন পরিবহন কেম্পানীর দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।সেখানে বিএনপি সমর্থিত দুইটি গ্রুপের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগরীর ১নং রেল গেট, টানবাজার ও লঞ্চ টার্মিনাল এলাকায় রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
কেন্দ্রীয় বাস টার্মিনালের কাউন্টারে বন্ধন বাসের যাত্রি সেবা বন্ধ রয়েছে। ১ নং রেল গেট, ২ নং রেল গেইট এলাকায় বাস চলাচল বন্ধ আছে। ১নং রেল গেট থেকে টানবাজার ও বন্দর ঘাট এলাকায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, বন্ধন পরিবহল কেম্পানীর দুইটি গ্রুপ নিজের শক্ত অবস্থান ধরে রাখার জন্য ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। সকালে এক গ্রুপের সাথে আলোচনার জন্য বসেছিলাম। তখন পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে এসেছিলো। কিন্তু পরে আরেক গ্রুপ এসে ধাওয়া দেওয়ায় আবার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ এবং সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে।পরিবহন মালিক ও শ্রমিক সূত্র বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ অগাস্ট পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর সাথে সাথেই বাস টার্মিনাল বিএনপির লোকজন দখল নেয়।টার্মিনালে এরপর বিএনপি সমর্থিত মিশনপাড়া এলাকার মাহবুবউল্লাহ তপন ও দেওভোগ এলাকার জাকির খান (কারাগারে আটক) গ্রুপ মহড়া দিতে থাকে।থানায় পাল্টাপাল্টি ডায়েরী (জিডি) ও করে। সেখানে ২২ সেপ্টেম্বর ওই দুই গ্রুপ বন্ধন পরিবহন কোম্পানীর কর্তৃত্ব নিতে সংঘর্ষে লিপ্ত হয়।