× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনের নামে নাটক ও প্রহসন বাদ দিন, রাজনৈতিক আলোচনার দ্বার উন্মোচন করুন: হারুন

২৭ জানুয়ারি ২০২২, ০১:০৮ এএম

জাতীয় সংসদে নির্বাচন কমিশন আইন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ আজ বৃহস্পতিবার সকালে বলেছেন, ‘জনগণ হতাশ, জনগণের দাবি মানতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচনের নামে নাটক ও প্রহসন বাদ দিন। রাজনৈতিক আলোচনার দ্বার উন্মোচন করুন।’

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য পূর্বে করা আওয়ামী লীগের হরতাল-আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘সরকারি দলে থাকলে বক্তব্য একরম, বিরোধী দলে থাকলে বক্তব্য আরেক রকম। এটা ঠিক নয়।’

নির্বাচন কমিশন আইন নিয়ে তিনি বলেন, ‘আইনের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এমন আইন করতে হবে যাতে তা নিয়ে প্রশ্ন না উঠে। সার্চ কমিটি গঠনের নামে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সার্চ কমিটিতে কারা অতীতে সদস্য হয়েছিল তা কারও অজানা হয়। কমিটিতে জায়গা পেতে হলে একমাত্র যোগ্যতা- সরকারের অনুগত হতে হবে।’

বিএনপি ভোট চুরি করতে পারবে না জেনে সংসদে নাচ-গান শুরু করেছে- আইনমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সংসদ সদস্য হারুন বলেন, ‘আপনি অগ্রজ, আমরা অনুজ। আমরা এখানে আপনার কাছ থেকে শিখবো। আপনি আইনের মানুষ, আইনের ভাষায় কথা বলবেন।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.