× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাণিজ্য মেলায় বেড়েছে দর্শনার্থী, তবুও হতাশ বিক্রেতারা

খোরশেদ আলম

০৪ জানুয়ারি ২০২২, ০৬:০৭ এএম

পূর্বাচলে  আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রমেই বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। তবে এখনাে জমে ওঠেনি কেনাকাটা  তাই প্রত্যাশার চেয়ে দর্শনার্থী বেশি হওয়ার পরও হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তবে দ্বিতীয় সপ্তাহের পর পুরােদমে কেনাকাটা বাড়বে বলে আশা তাদের। করােনা পরিস্থিতিতে এবার প্রথমবারের মতাে রাজধানীর খুব কাছাকাছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহরে এ মেলার আয়ােজন করা হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসেছে এ মেলার ২৬তম আসর।

১ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যেমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শনার্থীদের আগ্রহের কোনাে কমতি থাকলেও বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরাে (ইপিবি) মেলাকে প্রাণবন্ত করতে নিয়েছে নানা উদ্যোগ। চতুর্থ দিন মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়, মেলাকে ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। ঝমকালো আলাে আর ডিজিটাল সাজসজ্জায় সেজেছে দোকানগুলাে। মেলার বেশির ভাগ দোকানের নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় বিগত কয়েক দিনে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও তারা হতাশা নিয়ে ফিরেছেন। তবে চতুর্থ দিনে স্টলগুলাে মােটামুটি প্রস্তুত হয়েছে। আগের কয়েক দিনের তুলনায় এদিন দর্শনার্থীর সংখ্যাও বেশি ছিল।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.