× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার ১০ লাখ মানুষ হজ করতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল ২০২২, ০১:৪২ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দেশ-বিদেশের মোট ১০ লাখ মুসলমান দুই শর্তে হজে যেতে পারবেন। শর্ত দুটি হলো, হজ আদায়কারী মুসল্লিদের বয়স অবশ্যই ৬৫ বছরের কম হতে হবে এবং তাদের নিকট করোনা টিকার সনদ থাকতে হবে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।

বিদেশিদের জন্য দেশটিতে রওনা দেয়ার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টে করোনা নেগেটিভের সনদ থাকতে হবে। হজ আদায়কালে সকল মুসল্লিকে এসব বিধিনিষেধ মানতে বলা হয়।

করোনার কারণে গত দুবছর হজের অনুমতি পান সীমিত সংখ্যক মুসল্লি। গত বছরই সৌদি আরব মাত্র কয়েক হাজার অভ্যন্তরীণ হজযাত্রীকে হজ পালনের অনুমতি দিয়েছিল। এবার বিশ্বব্যাপী টিকা কার্যক্রম জোরদার হওয়ায় কমে এসেছে করোনাভাইরাসের প্রকোপ। তাই ১০ লাখ মুসল্লিকে হজ পালনের সুযোগ দেয়া হচ্ছে। বিশ্বব্যাপী ভাইরাসের আবির্ভাবের আগে প্রতিবছর ২৫ লাখ মানুষ হজ পালনের জন্য সৌদি আরব আসত।

হজ হল ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের জন্য হজ ফরজ। এবারের হজ জুলাই মাসে অনুষ্ঠিত হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.