দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান টি. কে. গ্রুপের তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে হিফজুল কুরআন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পুষ্টি ‘ভার্সেস অব লাইট’-এর আনুষ্ঠানিক টেলিভিশন পর্ব। কণ্ঠে কণ্ঠে পবিত্র কুরআনের আলো বিশ্বময় ছড়িয়ে দিতে পুরো মাহে রমজানজুড়ে প্রতিযোগিতাটি সম্প্রচারিত হবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এবং চ্যানেল নাইন-এর পর্দায়, যা চলবে ১ থেকে ২৭ রমজান পর্যন্ত, প্রতিদিন বিকেল ৫টা ১০ মিনিটে।
‘কণ্ঠে ছড়াক পবিত্র বাণী’ এই স্লোগানে গত ডিসেম্বর মাসে দেশব্যাপী প্রতিযোগিতার অডিশন পর্ব শুরু হয়। এতে অনূর্ধ্ব ১৫ বছর বয়সী সাড়ে পাঁচ হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করে, যার মধ্য থেকে সেরা ৩৬ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয় আনুষ্ঠানিক পর্বের জন্য।
এদের মধ্যে ৩১ জন ছেলে ও ৫ জন মেয়ে প্রতিযোগী। তাদের নিয়েই শুরু হয় গ্রুমিং পর্ব বুট ক্যাম্প।
পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতনামা ইসলামিক স্কলারগণ। প্রধান বিচারক হিসেবে আছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর চেয়ারম্যান, ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আজহারী, সৌদি আরবের জেদ্দার আল-কামাল মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানি এবং জর্ডান সরকারের কুরআন ও শরীয়াহ বোর্ডের প্রধান, ইসলামিক স্কলার হাতেম জামিল মাহমুদ সুহাইমাত।
দেশের বিভিন্ন প্রান্তে পবিত্র কুরআন চর্চায় নিবেদিত যেসব উদীয়মান হাফেজ ও হাফেজারা সুমধুর কণ্ঠে তিলাওয়াত করে, তাদের প্রতিভা অন্বেষণের উদ্দেশ্যেই এই আয়োজন। এর মাধ্যমে অসাধারণ প্রতিভা ও পবিত্র কুরআন তিলাওয়াতের দক্ষতাকে সম্মান জানাচ্ছে টি.কে গ্রুপ।
পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ প্রতিযোগিতায় বিজয়ীরা সম্মিলিতভাবে পাচ্ছে ৪০ লাখ টাকা সমমানের পুরস্কার। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবে নগদ ৫ লাখ টাকাসহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ খরচসহ স্কলারশিপের সুযোগ। এছাড়াও রয়েছে একজন অভিভাবকসহ পবিত্র ওমরাহ হজ পালনের ব্যবস্থা। ১ম রানার-আপ পাবে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ খরচসহ স্কলারশিপ, নগদ ৩ লাখ টাকা ও পবিত্র ওমরাহ হজ পালনের সুযোগ।
আর দুই লাখ টাকা ও ওমরাহ হজ করার সুযোগ পাবে ২য় রানার-আপ। এছাড়াও আনুষ্ঠানিক পর্বে অংশগ্রহণ করা সকল প্রতিযোগীর জন্য থাকছে নগদ অর্থসহ টি.কে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার।
পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ আগামী প্রজন্মের হাফেজদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের মেধা বিকাশ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার অনন্য উদ্যোগ। এটি তরুণ হাফেজদের অর্জনগুলো উদযাপনের পাশাপাশি দেশজুড়ে ঈমান, ইখলাস, ইলমের চেতনা সৃষ্টিতে পবিত্র রমজান মাসে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া টিভি পর্দার দর্শকদের জন্য পবিত্র কুরআনকে গভীরভাবে জানার সুযোগ হিসেবে থাকছে স্পেশাল সেগমেন্ট “সায়েন্স অ্যান্ড কুরআন” এবং “মিরাকল অব কুরআন” । টি. কে গ্রুপের সম্মানিত বিজনেস ডিরেক্টর জনাব মোফাচ্ছেল হক মনে করেন, এ ধরণের ব্যতিক্রমী আয়োজন বিশ্ব দরবারে আমাদের মেধাবী হাফেজদের আরও যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবে।