× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি এবং ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণের আয়োজন

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগিতায় সার্কুলার ইকোনমি নিয়ে তিন দিনব্যপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন সার্কুলার ইকোনমি ভ্যালু চেইন প্রোজেক্ট বিষয়ে বিশেষ অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন জার্মানি এবং হংকং-এর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষকরা।

এই উদ্যোগটি ইউরোপীয় ইউনিয়ন এবং ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থাকে (ইউএনআইডিও) দেওয়া ইউরোপীয় কমিশনের অনুদানের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে। বাংলাদেশে টেকসই অর্থনৈতিক অনুশীলন প্রসারের লক্ষ্যে এই যৌথ সহায়তা কাজ করে থাকে।
এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন এবং বাংলাদেশে ইউএনআইডিও-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জাকি উজ জামান। তাঁরা দীর্ঘমেয়াদী পরিবেশগত এবং অর্থনৈতিক টেকসইতাকে এগিয়ে নিতে সার্কুলার ইকোনমি নীতিমালার গুরুত্বের ওপর জোর দেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষকরা বাংলাদেশে সার্কুলার ইকোনমি ভ্যালু চেইন প্রোজেক্টের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন, যেগুলোর মধ্যে ছিল সার্কুলার ইকোনমি বাস্তবায়নের নীতি-সংক্রান্ত বিবেচ্য বিষয়, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের রোডম্যাপ।

সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক প্রক্রিয়া, যা একটি চক্রাকার সম্পদ ব্যবস্থাপনা ও বণ্টন কাঠামো গড়ে তোলার মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার, পুনর্বণ্টন, পুনঃউৎপাদন ও পুনর্ব্যবহারযোগ্যতা নিশ্চিত করে। এর ফলে বর্জ্য উৎপাদনের পরিমাণ হ্রাস পায় এবং পরিবেশ দূষণের হারও কমে আসে। এটি পণ্য ও সেবার নতুন বাজার সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে।

এই প্রশিক্ষণ কর্মসূচিটি টেকসই ব্যবসায়িক অনুশীলন এবং উদ্ভাবনী আর্থিক সেবার প্রসারের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন, যা পরিবেশ রক্ষায় এবং অর্থনৈতিক টেকসইতা বৃদ্ধিতে অবদান রাখে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.