রাজধানীর সরকারি বাঙলা কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদস্য সচিব আব্দুল আহাদ গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল (২৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজ চত্বরে টানটান উত্তেজনা বিরাজ করছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সদস্যরা কলেজের ছাত্রীতলায় একটি সভা করছিলেন। এ সময় কমিটির পদবণ্টন নিয়ে দুই পক্ষের মধ্যে মতানৈক্য দেখা দেয়। বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা, ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে।
প্রথম দফায় সংঘর্ষ থেমে গেলেও বিকেলে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন সদস্য সচিব আব্দুল আহাদ মেসেঞ্জার গ্রুপে বার্তা পাঠিয়ে আবাসিক শিক্ষার্থী দের ডেকে আনেন। অতঃপর কলেজ ক্যাম্পাসে গেলে প্রতিপক্ষের কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন এবং দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলাকারীদের মধ্যে ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলন বাঙলা কলেজ শাখার কার্যনির্বাহী সদস্য শাহিন এবং তার সঙ্গী রা। এ বিষয়ে আহাদের সাথে ফোনে যোগাযোগ এর চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি। অন্যদিকে শাহিন বিষয়টিকে ব্যাক্তিগত বলে দাবি করেছেন।
ঘটনার পরপরই কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। কেউ কেউ অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতা কাম্য নয়, প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
কলেজ কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান বলেন, “রাজনৈতিক বিষয় হলেও আমি আমার ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খলা বা মারামারি বরদাশত করব না। উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েনেরও দাবি উঠেছে।
বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ শিগগিরই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে বলে জানা গেছে।