× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোণায় তেল জাতীয় ফসল উৎপাদনের জন্য পুরস্কার পেলেন ৫ কৃষক

নেত্রকোণা প্রতিনিধি

১৭ মার্চ ২০২২, ১০:৪২ এএম

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের সেরা তেল উৎপাদনকারী কৃষকদের পুরস্কৃত করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি নেত্রকোণার আয়োজনে জেলার পাচঁজন সেরা তেল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষককে পুরস্কার প্রদান করে।

খামারবাড়ি প্রশিক্ষণ মিলনায়তনে বুধবার (২৬ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন।

পুরস্কৃত কৃষকরা হলেন- পূর্বধলার কৃষক মো. মনজুরুল হক, কেন্দুয়ার কৃষক মো. মোবারক হোসাইন, কলমাকান্দার বিপ্লব কুমার সাহা, মোহনগঞ্জ উপজেলার মির্জা সরোয়ার জাহান এবং দূর্গাপুরের কৃষক মো. শাহজাহান মিয়া।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণার উপপরিচালক কৃষিবিদ এফ এম মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সালমা লাইজু,জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ শাহজাহান সিরাজ, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ময়মনসিংহ অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. খায়রুল আমিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণার মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় কৃষকদের উপস্থিতিতে ওই সেরা পাচঁ তেল জাতীয় ফসলের উৎপাদনকারী কৃষকদের হাতে প্রশংসাপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.