× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে হর-মুন্ড মালিনী উৎসব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

০২ মার্চ ২০২২, ০৮:০৭ এএম

ঈশ্বরদী পৌর শ্মশানে হিন্দু সম্প্রদায়ের দুই দিন ব্যাপী ‘হর-মুন্ড মালিনী উৎসব’ পালিত হয়েছে। শ্মশানের ৭ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে বিগত বছরগুলোর মতো এবারেও সকালে ঠাকুরবাড়ি সত্য নারায়ন বিগ্রহ মন্দির হতে পদযাত্রা করে শ্মশানে ভোলানাথের মাথায় ফুল-বেলপাতা সহযোগে জল ঢালেন হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ভক্তরা। এর আগে মঙ্গলবার রাতে চার পহর ব্যাপী ভোলানাথের পূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের একমাত্র ঈশ্বরদীতে শিব চর্তুদশী ও অমাবস্যা তিথিতেহিন্দু সম্প্রদায়ের এই ‘হর-মুন্ড মালিনী উৎসব’ অনুষ্ঠিত হয়।

শ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক স্বপন কুমার কুন্ডু জানান, সকালে শিব মন্দিরে ভোলানাথের মাথায় ফুল-বেলপাতা সহকারে জল ঢালার পর কীর্তন এবং দুপুরে থেকে ভক্ত সেবার আয়োজন রয়েছে। এছাড়া রাতে অমাবস্যা তিথিতে শ্মশানে কালী পূজার আয়োজন রয়েছে।

শ্মশানের এই উৎসবে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ সমাবেত হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.