× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে আপহরণকারীসহ গ্রেফতার দুই

রংপুর প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২২, ০৬:১৯ এএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২২, ০৬:২০ এএম

খুলনার দুই নার্সারী ব্যবসায়ীকে নার্সারী বাগান তৈরী করতে সহায়তা করার কথা বলে রংপুরের গঙ্গাচড়ায় ডেকে এনে ঘরে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করার মুল নায়ক  ইছা মিয়া ও আব্দুল লতিফকে গ্রেফতার করেছে র‌্যাব। সকালে রংপুর নগরীর আলমনগর এলাকায় অবস্থিত র‌্যাব ১৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাব ১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহাম্মেদ ফেরদৌস।

সংবাদ সম্মেলনে র‌্যাব প্রধান জানান, খুলনার খালিশপুরের গোয়ালখালি এলাকার দুই নার্সারী ব্যবসায়ী অনলাইনের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করতো। তারা বিভিন্ন অনলাইন পেজের মাধ্যম দেশের বিভিন্ন স্থান থেকে চারা ক্রয় করতো। সেই সূত্রে ধরে রংপুরের গঙ্গাচড়া এলাকার ইছা মিয়া ও আব্দুল লতিফ ছদ্ম নামে খুলানায় চারা কেনার উদ্দেশ্যে যায়। তারা অনেক চারা ক্রয় করবে বলে আশ্বাস দিয়ে মাটি পরীক্ষার জন্য রংপুরে আসার জন্য আমন্ত্রন জানায়। খুলনার দুই ব্যবসায়ী তাদের কথা মতো রংপুরে আসলে নগরীর মর্ডান মোড় এলাকায় তাদের নিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ফুলবাড়ি চওড়া গ্রামের বাড়িতে নিয়ে একটি ঘরের মধ্যে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তাদের উপর নির্যাতন চালায়। পরে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা গ্রহন করে প্রতারক চক্রটি। বিষয়টি স্বজনদের মাধ্যমে র‌্যাব জানতে পেরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে অপহরন ও মুক্তিপন আদায়কারী চক্রের মুল হোতা ইছা মিয়াকে গাইবান্ধা জেলার ধাপেরহাট এলাকা থেকে এবং তার সহযোগী আব্দুল লতিফকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেফতার করে।

র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মুক্তিপনের দাবিতে অপহরণ করার কথা স্বীকার করেছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.