× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটির নিচে ৮৬ কেজি ওজনের আলু উদ্ধার

শ্রীপুর প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২২, ০৭:৩৬ এএম

মাটির নিচ থেকে উত্তোলন করা হয় ৮৬কেজি ওজনের আলু। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের ল্যান্ড এন্ড এগ্রিকালচার ম্যানেজম্যান্ট বিভাগের অফিসার মোঃ মাহবুবুর রহমানের নিজ বাড়ির পাশ থেকে স্থানীয় জাতের এ আলু উত্তোলন করেছেন।

বৃহৎ আকৃতির আলু উত্তোলন করার খবর পেয়ে এলাকার মানুষ  তার বাড়িতে ভীড় জমায়।  আগতরা  বলেন আমরা এর আগে এত বড় আকারের আলু দেখি নাই।

আলু উত্তোলনকারী  মোঃ মাহাবুবুর রহমান বলেন, তিনি গত তিন বছর আগে  সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের কো অর্ডিনেটর আবিদ উল কবিরের দিক নির্দেশনায় বাগেরহাটের মোড়ল গঞ্জ থেকে বীজ এনে রোপণ করেন।  ১ বছর পর আলুটির ওজন হয়   হয় ২৮ কেজি।  তখন আলুর উপরের অংশ টুকু পুনরায় রোপণ করে দেই। রোপণ করার পর থেকে তিনি শুধু মাত্র জৈব সার,গোবর  ও ছাঁই ব্যবহার করেন।

গতকাল ১৭ জানুয়ারি সোমবার ২ জন শ্রমিককে সাথে নিয়ে স্থানীয় জাতের এ আলুটি উত্তোলন করেন। আলুটির ওজন করে দেখতে পান এর ওজন ৮৬ কেজি। এসময় তিনি আরও বলেন আমি খুব খুশী ২ বছরে এত বড় আকারের আলু হয়েছে।  এ আলু চাষ করতে তেমন কোন খরচ নেই, যে কেউ খুব সহজেই  এটার চাষ করতে পারবে।

উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মুয়ীদুল হাসান জানান, এ জাতটি ঝিনাইদহ থেকে আনা হয়েছ। এ জাতের আলু বড় হয়। এত বড় হয় এটি অবিস্বাস্য। আমরা জাতটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। আগামী সপ্তাহে ঢাকার খামার বাড়িতে সবজি মেলায় আলুটি প্রদর্শন করা

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.