× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘জাতীয় কবিকে নিয়ে গেজেটের দরকার নেই’

২৫ মে ২০২২, ০২:২৮ এএম

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি করার বিষয়টি আইনে রয়েছে জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, এ বিষয়ে গেজেট প্রকাশের দরকার নেই।

কবির ১২৩তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট কেন প্রকাশ করা হচ্ছে না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তা আমাদের আইনের মধ্যেই রয়েছে।

‘তার জন্য আর আলাদা গেজেটের প্রয়োজন আছে বলে মনে হয় না। গেজেটের চেয়ে আইনই বড়।’

কে এম খালিদ বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে যথাযোগ্য সম্মান দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন এবং তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেন, কিন্তু তা নিয়ে কোনো গেজেট প্রকাশ করেননি।

‘তারপর এখন আর নতুন করে গেজেট প্রকাশটা কবির প্রতি অবমাননাস্বরূপ হতে পারে।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে সকাল পৌনে ৭টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।

তার নেতৃত্বে সংস্কৃতি মন্ত্রণালয়ের শ্রদ্ধা জানানোর পর কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমি। কবি পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার নাতনি খিলখিল কাজী।

আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক এবং মানবতাবাদী চেতনার প্রতীক। তিনি মানবতাবাদী চেতনার ধারক ও বাহক ছিলেন।

‘তিনি ধর্মান্ধতা, বৈষম্য এবং কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে গেছেন।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.