× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাঙ্কিপক্স আতঙ্কে দেশের সব বন্দরে সতর্কতা

২২ মে ২০২২, ০৩:১০ এএম । আপডেটঃ ২২ মে ২০২২, ০৩:১১ এএম

বিশ্বের ১২ দেশে শতাধিক মানুষের দেহে ছড়িয়ে পড়া ভাইরাসজনিত রোগ মাঙ্কিপক্সের বিষয়ে সতর্ক করে দেশের সব বন্দর সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম রোববার  বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা দেশের সব বন্দর সংশ্লিষ্টদের সতর্ক চিঠি দিয়ে অবহিত করেছি।’

নাজমুল বলেন, ‘বিমানবন্দরের মেডিক্যাল অফিসারদের সতর্ক থাকতে বলা হয়েছে। কারও মধ্যে উপসর্গ থাকলে বা সন্দেহ হলে তাকে চিহ্নিত করে দ্রুত সংক্রামক হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

‘বিভিন্ন দেশের পরিস্থিতি বুঝে এবং সবার সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত জানানো। যেহেতু ভাইরাসটি এখনও বাংলাদেশ শনাক্ত হয়নি, সে ক্ষেত্রে আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে যা যা করণীয় আমরা তা তা করব।’

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ নিয়ে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে রোগের সম্ভাব্য ভ্যাকসিন কিনেছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.