এক
দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ২৬ ঘণ্টা অবস্থান
করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। তারা গতকাল (২৬ ফেব্রুয়ারি) সকাল
৯টা থেকে এখানে অবস্থান শুরু করেছেন।
আজ
(২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থানরত প্রায় ৩০ জন আন্দোলনকারী
শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। তাদের স্লোগান ছিল, "এক দুই তিন
চার, সব শালার বাটপার"।
আন্দোলনকারীদের
সঙ্গে কথা বলে জানা যায়, তারা রাতটি খোলা আকাশের নিচে কাটিয়েছেন। সকালে অনেকেই কোথাও গিয়েছেন, ফলে বর্তমানে উপস্থিত মানুষের সংখ্যা কম। তবে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই আন্দোলনের আহতরা রওনা হয়েছেন এবং তাদের আশা, দুপুর বা বিকালের মধ্যে
তারা যোগ দেবেন।
প্রথমে
চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে
অবস্থান শুরু হলেও এখন তারা এক দফা দাবিতে
অনড় রয়েছেন।
জুলাই
আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছিটা গুলিতে আহত নাজমুল আহসান ঢাকা পোস্টকে বলেন, “আমাদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে সরকার বৈষম্য তৈরি করছে। অনেক গুলিবিদ্ধ আহতদের সি ক্যাটাগরিতে রাখা
হয়েছে, যা স্পষ্টভাবে বৈষম্য
প্রতিফলিত করছে। তাই আমরা দুইটি ক্যাটাগরি চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত
এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”
তিনি
আরও জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুলাই আন্দোলনে আহতরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন এবং আশা করা যাচ্ছে, তারা দুপুর বা বিকালের মধ্যে
সকলেই এখানে উপস্থিত হবেন।