× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আচমকা থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা; অবহেলাকারীদের বরখাস্ত

ডেস্ক রিপোর্ট

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ এএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৭ ফেব্রুয়ারি) ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর চারটি থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়, যার সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার চেষ্টা করে। এ ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে, তারা এ সময়েও সজাগ ও সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি জানান, গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই এবং একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। উপদেষ্টা ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর, ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন এবং বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ঘুমানো ও চলাফেরা করা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে এবং টহল সংখ্যা বাড়ানো হয়েছে।

তিনি জানান, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও সজাগ রয়েছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যৌথবাহিনীর অপারেশনও সুষ্ঠুভাবে চলমান। থানাগুলোর কার্যক্রমও স্বাভাবিক গতিতে চলছে, এবং তিনি এ পরিদর্শন করেছিলেন যাতে নিশ্চিত করা যায় যে থানাগুলো সঠিকভাবে কাজ করছে।

যৌথ অভিযানের মেয়াদ সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান চলমান থাকবে।

উপদেষ্টা তার বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০, মিরপুর থানায় পৌঁছান। পরিদর্শন শেষে তিনি দারুসসালাম থানা, টেকনিক্যাল মোড়, শ্যামলী হয়ে আদাবর থানা পরিদর্শন করেন এবং পরে মোহাম্মদপুর থানায় যান। মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে তিনি ধানমন্ডি, সংসদ ভবন, বিজয় সরণি, মহাখালী ও বনানী হয়ে আবার বারিধারায় ফিরে আসেন।  

পরিদর্শনকালে তিনি থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা এবং অন্যান্য আনুষঙ্গিক স্থাপনাগুলো পরিদর্শন করেন। এছাড়া ডিউটি অফিসার ও কর্তব্যরত বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পথে জিল্লুর রহমান ফ্লাইওভার চেকপোস্ট ও কালশী মোড় চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। তিনি মিরপুর থানা মোড় এবং টেকনিক্যাল মোড়ে উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে কথা বলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত নেন, এবং জনতা বর্তমান পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.