× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

বিশুদ্ধ পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩১ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ভূগর্ভস্থ পানি শোধনাগার, উচ্চ জলাধার ও পানি সরবরাহ কার্যক্রম এর উদ্ধোধন  করা হয়েছে ৷

৪ সেপ্টেম্বর রোববার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূগর্ভস্থ পানি শোধনাগার, উচ্চ জলাধার ও পানি সরবরাহ কার্যক্রম এর উদ্ধোধন করেন ও বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড.শামসুল আলম ৷

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেন, শেখহাসিনার সরকার দেশের সকল মানুষের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এর জন্য আমরা আগামী ১০০ বছর পর কিভাবে পানি সরবরাহ করবো সেই পরিকল্পনা হাতে নিয়েছি।  সারা দেশের জেলা উপজেলায় বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করেছেন শেখহাসিনার সরকার ।

প্রতিমন্ত্রীর ড. শামসুল আলম আরও  বলেন, সামনে পৌরসভা নির্বাচন অনেকেই প্রার্থী হতে চাইবে কিন্তু আমাকে লক্ষ্য থাকবে একটাই যোগ্য এবং দলের ত্যাগী নেতা যেন নৌকা প্রতীক পায়।আওয়ামী লীগকে একটা প্রবীণ ও ঐতিহ্যবাহী দল।বড় দল হিসেবে এখানে ছোটখাটো কিছু বিভেদ থাকতেই পারে। কিন্তু দলের বৃহৎ স্বার্থে আওয়ামীলীগের নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এটাই আমি বিশ্বাস করি ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস,চাঁদপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ,এ এসপি মতলব সার্কেল ইয়াছির আরাফাত ৷

ছেংগারচর পৌরসভার পৌরপ্রশাসক মোঃ হেদায়েত উল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক কেফায়েত উল্লাহ দর্জির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,
ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)হোসাইন মোঃ ইয়াছিন, সম্ভ্যাব্য মেয়রপ্রার্থী যথাক্রমেহাসান কাইয়ুম চৌধুরী, মিজানুর রহমান, আরিফ উল্যাহ সরকার, মোখলেছুররহমান মাষ্টার, মাহবুবুর রহমান সেলিম,আতিকুর রহমান আতিক, এড. মহসীন মিয়া মানিক, শাহ আলম ছিদ্দিকী, ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শহ আলম মিয়াজী,পৌর সহায়ক শফিজুল শিকদার মাহফুজ, উপ-সহকারী প্রকৌশলী(জনস্বাস্থ্য) সজিব চন্দ্র প্রমূখ।

এসময় কেন্দ্রীয় আওয়ামী 'লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান,
বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার জুয়েল সরকার,  বিশিষ্ট চিকিৎসক এমদাদুল হক মানিক, সাবেক মন্ত্রীপুত্র আনিছুল হক, ইউপি চেয়ারম্যান যথাক্রমে নুর মোহাম্মদ, শাখাওয়াত হোসেন মুকুল, ফেরদাউস আলম,
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি যথাক্রমে রহমত উল্যাহ চৌধুরী, শরীফ উল্যাহ সরকার,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এড. আক্তারুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সদস্য ও সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী হাবিবুর রহমান,
ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবুসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.