× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেপ্টেম্বর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে: এমএ মান্নান

সুনামগঞ্জ প্রতিনিধি

১৯ আগস্ট ২০২২, ০৫:১৭ এএম । আপডেটঃ ১৯ আগস্ট ২০২২, ০৮:১৮ এএম

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘আমরা কোনো আবদ্ধ জনগোষ্ঠী নই। মানুষের জন্য রাষ্ট্র, মানুষের জন্য আমরা আইন করব।’ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ কালীমন্দিরে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি হয়েছে। শুক্রবার দুপুরে কালীবাড়ি মন্দির থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী আরও বলেন, ‘সংখ্যালঘু শব্দ আমরা ব্যবহার করি না। যদিও আমরা অস্বীকার করি না। বাস্তবিক কারণে আমাদের এটি ব্যবহার করতে হয়। আমরা সবাই বাঙালি এবং বাংলাদেশের নাগরিক। আইনকানুন যা হবে সময়ের তালে তালে পরিবর্তন হবে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমার সম্ভাবনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আশা করছি আগামী মাস থেকে জিনিসপত্রের দাম কমবে। এর কিছু চিহ্ন দেখছি। চাল, তেল, লবণ, ডালের দাম প্রথম যেভাবে তরতরিয়ে বাড়ছিল এখন সেরকম আর বাড়ছে না। বিশ্ব বাজারে এসব জিনিসপত্রের দাম নামছে। এই ঢেউ আমাদের এখানে লাগতে একটু সময় লাগে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.