× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২২, ০৪:০৯ এএম

গোপালগঞ্জ প্রেস ক্লাব এর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বুলবুল ইসলাম।  বেলা  ১২ টায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৬ই জানুয়ারি ঢাকা খুলনা মহাসড়কের পাশ থেকে ব্যবসায়ি মিন্টু ওরফে কোটন মিনার (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় একটি মহল অপপ্রচার চালাচ্ছে যার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

তিনি জানান, ঘটনার পরে কিছু গনমাধ্যমে প্রকাশ করা হয় নিহত কোটন মিনা গত ২০১৬ সালের মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বাসু হত্যাকান্ডের সাক্ষী ছিলেন, সংবাদে প্রকাশ করা হয়েছে আগামী ২৪ জানুয়ারী ২০২২ তারিখে নিহত কোটন মিনার সাক্ষ গ্রহণের দিন ধার্য ছিলো, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য। আমি এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন পুলিশ দ্রুতই এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করবে এমনটাই প্রত্যাশা করি।  এ হত্যাকাণ্ড নিয়ে কেউ রাজনীতি করুক এটা আমরা  আশা করি না।  

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম  জানান, খুব অল্প সময়ের মধ্যে আমরা এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হবো।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.