× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড পেলেন ঢাবি অধ্যাপক আজহারুল ইসলাম

সাংস্কৃতিক প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২২, ০৮:৫৪ এএম

ভারতের মহাত্মা গান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। মৃৎশিল্পের নিরীক্ষাধর্মী কাজের জন্য তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন। 

ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় বর্ণিল এক অনুষ্ঠানে শিল্পী অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আয়োজনে বিগত ২৩ নভেম্বর বিকেল ৪টায় কলকাতার মহাবোধি সোসাইটি মিলনায়তনে ‘দুই বাংলার সম্প্রীতি উৎসব’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, পশ্চিম বঙ্গের পানি গোবরা দরবার শরীফের পীর পীরজাদা হাসানুজ্জামান, পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জিন সমিতির রাজ্য সম্পাদক হাফেজ আজিজ উদ্দিন, টলিউড অভিনেতা সুরাজ মল্লিক, অভিনেত্রী অনামিকা সাহা, অভিনেতা পার্থ সারথী, অভিনেতা রিন্টু, সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের পরিচালক গোলাম ফারুক মজনুসহ ভারত ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজন কর্তৃপক্ষ জানান, মৃৎশিল্পের অন্যতম মাধ্যম টেরাকোটা ফলকচিত্রের উন্নয়ন ও বিশেষ নিরীক্ষার জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন। শিল্পী দেশ-বিদেশে শতাধিক ম্যুরাল নির্মাণ করেছেন।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.