× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে পাঠাগারে রিভার বাংলা’র বই উপহার

কিশোরগঞ্জ প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২২, ০৫:০৫ এএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২২, ০৭:৫৭ এএম

কিশোরগঞ্জে ১১টি পাঠাগারের পাঠকদের জন্য উপহার হিসেবে পাঁচ শতাধিক বই দিয়েছে নদী রক্ষা সংগঠন ‘রিভার বাংলা’। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে জেলা পাবলিক লাইব্রেরিতে এ বই উপহার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে রিভার বাংলা’র সমন্বয়ক লেখক ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক লেখক-গবেষক মুআ লতিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শেখ একেএম নূরুন্নবী বাদল, জেলা পাবলিক লাইব্রেরির সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন। বই উপহার অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ  জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, শ্রমিক নেতা আবদুর রহমান রুমী, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আমিনুল ইসলাম সেলিম।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সাদী, কবি শামীম রেজা, কবি মুহিবুর রহিম, কবি আকিব শিকদারসহ লেখক, কবি, সাহিত্যিক, গ্রন্থপ্রেমী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রিভার বাংলার পক্ষ থেকে উপহার হিসেবে জেলার ১১টি পাঠাগারের প্রতিনিধিদের হাতে পাঁচ শতাধিক বই হস্তান্তর করা হয়। বই উপহার পাওয়া পাঠাগারগুলো হচ্ছে, জেলা পাবলিক লাইব্রেরি, হাজী আব্দুল খালেক স্মৃতি পাঠাগার, এডভোকেট শেখ নূরুন্নবী বাদল পাঠাগার ও সংগ্রহশালা, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার, বাতিঘর পাঠাগার, কবি আইয়ূব বিন হায়দার পাঠাগার, জ্ঞানতীর্থ পাঠাগার, বাদশাহ ভূঁইয়া স্মৃতি পাঠাগার, জিয়াউল হক বাতেন পাঠাগার, কবি নূরে মালেক স্মৃতি পাঠাগার এবং সুলতানপুর নূরুল উলুম দাখিল মাদ্রাসা পাঠাগার।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.