× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেশি ফুল পেতে যেভাবে গাঁদা গাছের যত্ন নিবেন 

লাইফস্টাইল ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত

নার্সারি, অফিস-আদালতের প্রাঙ্গণ কিংবা বাড়ির বারান্দায় এখন শোভা পাচ্ছে ঝলমলে গাঁদা ফুল। শীত থেকে বসন্ত পর্যন্ত বেশ লম্বা সময় ধরে চলে গাঁদা ফুলের মৌসুম। প্রায় মার্চ পর্যন্ত ঝলমলে ফুলে ভরে থাকে গাছ। তবে গাঁদা গাছের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পোকা। খুব সহজেই ফুল ও পাতায় পোকা আক্রমণ করে এবং গাছকে ফ্যাকাসে করে দেয়। মৌসুমজুড়ে অনেক ফুল পেতে চাইলে গাঁদা গাছের যত্ন কীভাবে নেবেন জেনে নিন।  

গাঁদা গাছকে সবসময় এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যালোক থাকে। এই গাছকে কমপক্ষে ৬ ঘণ্টা রোদে রাখতে হবে।

গাঁদা গাছে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। তবে মাটি আর্দ্র হওয়া জরুরি। মাটি শুকিয়ে গেলে তারপর পানি দিন গাছে। 

স্পাইডার মাইট গাঁদা গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে। এরকম কিছু দেখলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। নিয়মিতভাবে নিম তেল পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারেন অথবা বাজার থেকে অন্য কোনও কীটনাশক আনতে পারেন।

চমৎকার ফুল পেতে চাইলে সার দিতে হবে গাছে। শুকনা কলার খোসা ছোট টুকরা করে কেটে নিন। এর সঙ্গে মেশান শুকনো ডিমের খোসা। এই দুই উপাদানের সঙ্গে গোবর সার কিংবা ভার্মি কমপোস্ট সার মিশিয়ে টবের মাটিতে মিশিয়ে দিন। ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম মিলবে এই সার থেকে। গাছে প্রচুর কুঁড়ি আসবে ফুল আসবে সারটি প্রয়োগ করলে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.